বিপিএলের সর্বোচ্চ উইকেট শিকারি যারা
টি-টোয়েন্টি মানেই ধুন্ধুমার ব্যাটিংয়ের প্রদর্শনী। সমান্তরালে বোলারদের হাহাকার। এর মাঝেও নজর কেড়েছেন অনেকে। কখনও গতির গোলায়, কখনও স্পিন বিষে নীল করেছেন ব্যাটারদের। দলের জয়ে ব্যাটারদের পাশাপাশি ভূমিকা রেখেছেন বোলাররাও। দেখে নেওয়া যাক বিপিএলের দশম আসরের সেরা পাঁচ বোলার কারা।
শরিফুল ইসলাম
শরিফুল ইসলাম যেন এবারের বিপিএলে গোবরে পদ্মফুল। নবাগত দল দুর্দান্ত ঢাকা ১২ ম্যাচ খেলে হেরেছে ১১টিতে। সেই দলের একজনই কি না আসরের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। বাংলাদেশ দলের সময়ের অন্যতম সেরা বোলার প্রতি ম্যাচেই নিজের কাজটা করেছেন ঠিকঠাক। সতীর্থদের ব্যর্থতায় দিনশেষে তাকেও মাথা নিচু করে মাঠ ছাড়তে হয়েছে। তবে, স্ব-মহিমায় ছিলেন দারুণ আলোকিত। ১২ ম্যাচে নিয়েছেন সর্বোচ্চ ২২ উইকেট। গড় ১৫.৮৬, ইকোনমি রেট ৭.৮১। সেরা বোলিং ফিগার ২৪ রানে চার উইকেট।
সাকিব আল হাসান
সাকিব আল হাসান— নামটাই যথেষ্ট তাকে বিশ্লেষণ করতে। চোখের সমস্যা, রাজনৈতিক ব্যস্ততা কিংবা বিশ্বকাপ বিতর্ককে সঙ্গী করে খেলতে নামেন বিপিএলের দশম আসরে। এত কিছুর পর আসর শেষে দেখা যাচ্ছে রংপুর রাইডার্সের এই তারকা আছেন সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকায় দুই নম্বরে। ১৩ ম্যাচে নিয়েছেন ১৭ উইকেট। গড় ১৭.৭৬, ইকোনমি রেট মাত্র ৬.৩১। ১৬ রানে তিন উইকেট তার সেরা বোলিং ফিগার।
শেখ মেহেদি হাসান
তালিকার তিন নম্বরে থাকা বোলারটিও রংপুরের। স্পিনার শেখ মেহেদি। ১৪ ম্যাচে সমান ১৬ উইকেট নিয়েছেন তিনি। গড় খুব একটা খারাপ নয়, ১৮.৬৩। ইকোনমি রেট ৭.৩৯। রংপুরকে প্লে-অফে তোলার পেছনে বেশ বড় অবদান রেখেছেন মেহেদি। এক ম্যাচে তার সেরা বোলিং ফিগার ১১ রানে তিন উইকেট।
মোহাম্মদ সাইফউদ্দিন
চলতি বিপিএলে নিজেকে ফিরে পেয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। বাংলাদেশি এই অলরাউন্ডার ছিলেন দারুণ ছন্দে। বরিশালের জার্সিতে নয় ম্যাচ খেলেছেন সাইফউদ্দিন। তাতে ১৫ উইকেট নিয়েছেন। উইকেটপ্রতি রান খরচায়ও ভীষণ মিতব্যয়ী, দিয়েছেন ১৫.৬৬ রান। ওভারপ্রতি রান খরচায়ও কৃপণ, ৬.৮১ ইকোনমি টি-টোয়েন্টির বিচারের দারুণই বটে। সাইফউদ্দিনের সেরা বোলিং ফিগার ২১ রানে তিন উইকেট।
বিলাল খান
সেরা বোলারের তালিকায় প্রথম চারজন বাংলাদেশি হলেও পঞ্চমজন বিদেশি। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বোলার বিলাল খান আছেন তালিকার পঞ্চম স্থানে। পাকিস্তানি বংশোদ্ভুত ওমানি এই ক্রিকেটার ১৩ ম্যাচে পেয়েছেন ১৫ উইকেট। তবে, মোটামুটি খরুচে বলা চলে তাকে। উইকেট প্রতি রান দিয়েছেন ২৬.০৭, ইকোনমি রেট ৭.৯৩। সেরা বোলিং ২৪ রানে তিন উইকেট।