রেলকে আধুনিক সেবার মানোপযোগী করে সাজানো হবে : রেলপথমন্ত্রী
রেলপথমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম বলেছেন, রেলকে আধুনিক সেবার মান উপযোগী করে সাজানো হবে। রাজবাড়ীকে পুনরায় রেলের শহর বানানো হবে।
আজ শনিবার (২ মার্চ) বিকেলে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার শেখ রাসেল স্টেডিয়ামে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেলপথমন্ত্রী এসব কথা বলেন।
রেলপথমন্ত্রী বলেন, যারা বেআইনিভাবে রেলের জায়গা দখল করে আছে, তাদেরকে রেলের জায়গা থেকে উচ্ছেদ করা হবে। রেলের জায়গা ভোগ দখল করতে হলে লিজ নিতে হবে। কোন জবরদখলকারীকে ছাড় দেওয়া হবে না।
বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের আয়োজনে রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিমের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান মোল্লা। বিশেষ অতিথির বক্তব্য দেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোর্শেদ আরুজ, বালিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ প্রমুখ।
এসময় বিভিন্ন পৌরসভার মেয়র, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে রাতে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।