তনু হত্যার দাবিতে ঢাকায় সিপিবির বিক্ষোভ
কুমিল্লার সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের বিচার দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) শান্তিনগর শাখা।
আজ শুক্রবার সকালে রাজধানীর শান্তিনগর বাজার এলাকায় এই কর্মসূচি পালন করেন তাঁরা।
মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে দ্রুত তনুসহ সব ধর্ষণ ও নির্যাতনের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বক্তারা। দেশে বিচারহীনতার সংস্কৃতি চালু আছে বলেই বারবার অপরাধ করেও অপরাধীরা পার পেয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তাঁরা।
তনু হত্যাকাণ্ডে এখন পর্যন্ত আওয়ামী লীগ ও বিএনপির পক্ষ থেকে কোনো বক্তব্য না পাওয়াকেও দুঃখজনক বলে মন্তব্য করেন সিপিবি নেতারা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রকৃত অপরাধীদের বাঁচানোর চেষ্টা করে যাচ্ছে বলেও অভিযোগ করেন বক্তারা। দ্রুত তনু হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি না করলে সারা দেশে দুর্বার আন্দোলন গড়ে তোলারও হুঁশিয়ারি দেন তাঁরা।
গত ২০ মার্চ সন্ধ্যায় টিউশনির জন্য বাড়ি থেকে বেরিয়ে যান তনু। পরে বাসায় ফিরে না আসায় তাঁকে খোঁজাখুঁজি করেন পরিবারের সদস্যরা। রাতে ক্যান্টনমেন্ট বোর্ড বালিকা উচ্চ বিদ্যালয়সংলগ্ন কালভার্টের পাশে ঝোপের মধ্যে তাঁর লাশ পাওয়া যায়।