পাঁচ মামলায় জামিন পেলেন আতাউর রহমান ঢালী
প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলাসহ পৃথক পাঁচ মামলায় জামিন পেয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আতাউর রহমান ঢালী। আজ বুধবার (৬ মার্চ) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালত শুনানি শেষে জামিনের আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী আব্দুস সালাম হিমেল এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ রমনা মডেল থানার তিন মামলা ও পল্টন মডেল থানার দুই মামলায় আতাউর রহমান ঢালীর পক্ষে জামিন শুনানি করেন সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ। এরপরে বিচারক শুনানি শেষে আসামির জামিন মঞ্জুর করা হয়।
নথি থেকে জানা গেছে, গত বছর ২১ নভেম্বর দুপুর ২টার দিকে মোহাম্মদপুর থেকে আতাউর রহমান ঢালীকে গ্রেপ্তার করা হয়। এর পর থেকে তিনি কারাগারে আছেন।