ফরিদপুরের ভাঙ্গায় বাস উল্টে তিনজন নিহত, আহত ১০
ফরিদপুরের ভাঙ্গায় বাস উল্টে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে। আজ শুক্রবার (৮ মার্চ) ভোরে এই ঘটনা ঘটে।
নিহতদের একজন হলেন পাবনা জেলার সাথিয়া উপজেলার পানদুড়িয়া গ্রামের শফিকুল ইসলাম সুরুজ (৪৫)। বাকি দুজনের পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, ফরিদপুর-বরিশাল মহাসড়কের সদরদী এলাকায় শুক্রবার ভোর রাতের দিকে বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমরান পরিবহণের একটি বাস উল্টে যায়। এতে ঘটনাস্থলে দুইজন যাত্রী নিহত হয়। আহত হয় ১০ জন। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়েছে।
ওসি আরও বলেন, অতি দ্রুত গতির কারণে বাসটি উল্টে যায় বলে ধারণা করা হচ্ছে। পুলিশ লাশ উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় নিয়ে এসেছে। তবে হতাহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি।
ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, বরিশাল থেকে ছেড়ে আসা ইমরান ট্রাভেলস নামের গাড়িটি ঢাকার দিকে যাচ্ছিল। রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে বাসটি দুমড়ে মুচড়ে যায়। আহতদেরকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে নেওয়া হয়েছে।