আপনার জিজ্ঞাসা
সাহ্রী না করতে পারলে কি রোজা হবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার একটি পর্বে একজন জানতে চেয়েছেন, সেহরি না করতে পারলে কি রোজা হবে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : ঘুম থেকে দেরিতে উঠে সেহরি না করতে পারলে কি রোজা হবে?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ঘুম থেকে উঠতে আপনার দেরি হয়ে গেছে। এক্ষেত্রে আপনি রোজার নিয়ত করে ফেলবেন। আপনার রোজা হয়ে যাবে। এটাতে কোনো অসুবিধা নেই। সেহরি খেতেই হবে এটা বাধ্যতামূলক নয়। নিয়ত করলেই হবে। সেহরি না খেলেই রোজা হবে। তবে, এমনভাবে ঘুমিয়ে গেলেন যে আর জাগতেই পারলেন না এটা অলসতার লক্ষ্য। এটা পরিহার করাই উত্তম।