অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ২ হাজার বিঘা পানের বরজ
কুষ্টিয়ার ভেড়ামারায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে প্রায় দুই হাজার বিঘা পানের বরজ। পুড়েছে ফসলি জমিও ও বসতভিটাও। আজ রোববার (১০ মার্চ) দুপুরের দিকে উজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা পাথরঘাট মাঠে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কুষ্টিয়াসহ আশপাশের জেলার ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরীফুল ইসলাম জানান, আগুনের সূত্রপাত কোথা থেকে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
স্টেশন অফিসার শরীফুল ইসলাম আরও জানান, ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
আর একদিন পর শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। রমজানের আগে আগুনে পানের বরজ পুড়ে যাওয়ায় চরম হতাশায় পড়েছে ক্ষতিগ্রস্ত চাষিরা। অতিদ্রুত সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন তাঁরা।
ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুণ্ডু বলেন, ‘আজ দুপুরে বাহাদুরপুর ইউনিয়নের রায়টা পাথরঘাট এলাকায় পানের বরজে অগ্নিকাণ্ড ঘটে। প্রচণ্ড বাতাস থাকায় আগুন খুব দ্রুত গতিতে আশপাশে ছড়িয়ে পড়ে এবং একে একে পুড়তে পুড়তে পার্শবর্তী মাধবপুর এলাকা পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার এলাকার দুই হাজার বিঘার অধিক পানের বরজ ও বেশ কিছু জমির ফসলসহ কয়েকটি বসতবাড়ি আগুনে পুড়ে গেছে।
কুষ্টিয়াসহ পাশের পাবনা, মেহেরপুর জেলার ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট এসে কয়েক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। কীভাবে আগুনের সূত্রপাত সেটা ক্ষতিয়ে দেখা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই-বাছাইয়ের পরে বিস্তারিত জানা যাবে। ক্ষতিগ্রস্থদের তালিকা করে ক্ষতিপুরণের আশ্বাসও দেন ওই কর্মকর্তা।
এদিকে ঘটনার পর স্থানীয় সংসদ সদস্য কামরুল আরেফিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।