আপনার জিজ্ঞাসা
রোজা থাকা অবস্থায় দাঁত ব্রাশ করা কি জায়েজ?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসায় টেলিফোনের মাধ্যমে ঢাকা থেকে একজন জানতে চেয়েছেন, রোজা থাকা অবস্থায় দাঁত ব্রাশ করা কি জায়েজ? অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : রোজা থাকা অবস্থায় দাঁত ব্রাশ করা কি জায়েজ?
উত্তর : এতে সিয়ামের কোনো ক্ষতি হবে কি না আলেমদের মধ্যে এটি নিয়ে দ্বিমত আছে। কারণ একদল আলেম এটার বিপক্ষে ছিলেন। বিশুদ্ধ বক্তব্য হলো মাকরুহ হবে না। কিছু আলেম বলেছেন, যেহেতু টুথপেস্টে একটা স্বাদ আছে সেহেতু মাকরুহ হতে পারে। এই স্বাদটুকু লাগলে অনুধাবন করা যায় তাই তারা এটা বলেছেন। তাই এই ব্যাপারটির জন্য সুন্দর সমাধান আছে। আপনি সেহরি করার পর ব্রাশ করে নিতে পারেন। তাহলে আর কোনো শঙ্কা নেই। সেটাই করা উত্তম। সেহরির সময় আপনি ব্রাশ করলে রোজা রেখে আর ব্রাশ করতে হবে না। যেহেতু দ্বিমত আছে তাই এড়িয়ে যাওয়াই উত্তম। তবে সিয়াম নষ্ট হবে না।