রান তাড়ায় বিপর্যয়ে বাংলাদেশ
চট্টগ্রামে রান তাড়ায় লিটন দাসকে হারানোর পর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। ডানহাতি ওপেনারের পর হারিয়েছে সৌম্য সরকারকেও। এরপর বিদায় নিয়েছেন তাওহিদ। দলীয় ২৩ রানে তিন উইকেট হারানোর পর ভয়ংকর বিপর্যয়ে বাংলাদেশ।
লিটনের বিদায়ে বাংলাদেশের নড়বড়ে শুরু
লক্ষ্য টা খুব বড় নয়। জিততে হলে বাংলাদেশকে করতে হবে ২৫৬ রান। ওয়ানডে ক্রিকেটের বেলায় যেটা মামুলিই বলা চলে। তার ওপর বোনাস চট্টগ্রামের ব্যাটিং উইকেট। কিন্তু এমন উইকেটে রান তাড়ায় নেমে শুরুতেই বিপাকে বাংলাদেশ। শ্রীলঙ্কার রানের জবাব দিতে নেমে শুরুতেই লিটন দাসকে হারিয়েছে লাল-সবুজের দল।
বাংলাদেশের ইনিংস শুরুর বলেই গোল্ডেন ডাকে ফেরেন লিটন দাস। দলের গুরুত্বপূর্ণ ব্যাটারকে হারিয়ে শুরুটা নড়বড়ে হলো বাংলাদেশের।
প্রথম ওয়ানডে জিততে বাংলাদেশের চাই ২৫৬
চলতি বছর বাংলাদেশের প্রথম ওয়ানডে এটি। একদিনের ক্রিকেটে বাংলাদেশের উন্নতি চোখে পড়ার মতো। গত বছর ওয়ানডে বিশ্বকাপ ব্যর্থতার পর নিউজিল্যান্ডের বিপক্ষে ঘুরে দাঁড়িয়েছে। লক্ষ্য এখন শ্রীলঙ্কা। ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আজ বুধবার (১৩ মার্চ) মাঠে নেমেছে বাংলাদেশ। টস হেরে বোলিং করা স্বাগতিকদের সামনে জয়ের জন্য ২৫৬ রানের লক্ষ্য দিয়েছে শ্রীলঙ্কা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নেন লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস। ৫০ ওভারে ১০ উইকেট হারিয়ে ২৫৫ রান তোলে সফরকারীরা।
তাসকিনের জোড়া আঘাতে বাংলাদেশের নিয়ন্ত্রণ
লোয়ার অর্ডারে প্রতিরোধ গড়ে তোলে শ্রীলঙ্কা। সেই প্রতিরোধ ভেঙে বাংলাদেশকে লড়াইয়ে ফিরিয়েছেন তাসকিন আহমেদ। মাহিশ থিকসানা ও হাসারাঙ্গা আউট করে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছেন ডানহাতি পেসার। বড় সংগ্রহের আশা থাকা শ্রীলঙ্কা লড়াই করছে জানিথ লিয়ানাগের ব্যাটে। এরই মধ্যে দলীয় রান ২৩০ ছাড়িয়ে শ্রীলঙ্কা।
বড় সংগ্রহের পথে এগিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে বাংলাদেশে চাপে ফেলেছে শ্রীলঙ্কা। টপ অর্ডারের বিদায়ের পর জমে উঠেছে লঙ্কানদের লোয়ার অর্ডার। ব্যাটারদের ছোট ছোট সংগ্রহে বড় পুঁজির পথে হাঁটছে সফরকারীরা। দলীয় রান ২০০ ছাড়িয়ে ছুটছে শ্রীলঙ্কা।
জমে যাওয়া জুটি ভাঙলেন মিরাজ
দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু চারিথ আসালাঙ্কা ও কুশল মেন্ডিস মিলে কাটিয়ে উঠেন সেই চাপ। জমে ওঠে এই জুটি। অবশেষে এই জুটি ভেঙেছেন মেহেদী হাসান মিরাজ। আসালাঙ্কাকে বোল্ড করে বাংলাদেশকে স্বস্তি দেন এই অলরাউন্ডার। চার উইকেট হারানো শ্রীলঙ্কা শতরান পেরিয়ে এগিয়ে চলছে।
সাকিবের তৃতীয় আঘাত, ব্যাকফুটে শ্রীলঙ্কা
দুই লঙ্কান ওপেনারকে ফিরিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান তানজিম হাসান সাকিব। এবার তার তৃতীয় শিকার সাদিরা। চারে ব্যাট করতে নামা এই ব্যাটারকে থিতু হতে দেননি সাকিব। দ্রুত তিন উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে সফরকারীরা। তিন উইকেট হারানো শ্রীলঙ্কা এরই মধ্যে স্কোরবোর্ডে তুলেছে ৮৮ রান।
সাকিবের জোড়া উইকেটে স্বস্তিতে বাংলাদেশ
আগে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতেই ভয়ংকর হয়ে উঠেছিল শ্রীলঙ্কা। এই জুটিতে তুলে ফেলে ৭১ রান। অবশেষে জমে যাওয়া এই জুটি ভেঙে বাংলাদেশকে স্বস্তি এনে দিলেন তানজিম হাসান সাকিব। দশম ওভারে আবিস্কা ফার্নান্দোকে নিজের শিকার বানান সাকিব। ৩৩ বলে ৩৩ রান করে বিদায় নেন এই লঙ্কান ওপেনার। আবিস্কার পর আরেক ওপেনার নিশানকাও বিদায় করেন বাংলাদেশি পেসার।
ব্যাট হাতে শ্রীলঙ্কার ভালো শুরু
টি-টোয়েন্টি সিরিজের শেষটা মনমতো হয়নি বাংলাদেশের। লঙ্কানদের বিপক্ষে প্রথম সিরিজ জয়ের সম্ভাবনা ছিল। সেটা কাজে লাগানো যায়নি। সেই সিরিজ শেষে এবার ওয়ানডে লড়াইয়ে নামল বাংলাদেশ। যদিও সাগরিকায় প্রথম ওয়ানডেতে বল হাতে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের।
সাগরিকার উইকেট বরাবরই ব্যাটিংবান্ধব। সেই বিবেচনায় টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। দুই ওপেনার আভিস্কা ফার্নান্দো ও পাথুম নিশানকার ব্যাটে শুরুটা ভালোই করেছে লঙ্কানরা। প্রথম পাঁচ ওভারে কোনো উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে ৩২ রান তুলে ফেলেছে সফরকারীরা।
টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ
টসের কয়েন ছোঁড়েন নাজমুল হোসেন শান্ত। জিতে যান কুশল মেন্ডিস। আগে ব্যাটিং করাই শ্রেয় মনে করেছেন শ্রীলঙ্কা অধিনায়ক। দুই স্পিনার, তিন সিমার ও ছয় ব্যাটারকে নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। মোস্তাফিজুর রহমান বাদ পড়েছেন, তার জায়গা নিয়েছেন তানজিম হাসান সাকিব। টি-টোয়েন্টিতে না খেলা মেহেদী হাসান মিরাজকেও ফেরানো হয়েছে।