আপনার জিজ্ঞাসা
অভাব দূর করার আমলগুলো কী কী?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার একটি পর্বে টেলিফোনের মাধ্যমে একজন জানতে চেয়েছেন, অভাব দূর করার আমলগুলো কী কী? অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : অভাব দূর করার আমলগুলো কী কী?
উত্তর : ধন্যবাদ আপনাকে। এখানে অনেকগুলো আমল রয়েছে। প্রথম আমল হচ্ছে, পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে আদায় করবেন। রিজিক আল্লাহতালা বিভিন্ন উছিলায় দেন। এটা মানুষের মাধ্যম হয়ে আসে। দ্বিতীয়ত, রিজিক বন্টনের সময় গাফিল না থাকা। রিজিক বন্টন হয় ফজরের সময়। এই সময় যদি ঘুমিয়ে থাকেন তাহলে তো রিজিকের বরকত হবে না। রিজিক বন্টনের সময় যদি উপস্থিত না থাকেন তাহলে রিজিক কীভাবে বাড়বে। ফজরের সময়টা খুব গুরুত্বপূর্ণ। ফজর নামাজ পড়া ও আল্লাহর জিকির করা খুবই গুরুত্বপূর্ণ দিক। তৃতীয়ত, আল্লাহর কাছে রিজিকের জন্য দোয়া করতে হবে। অভাবের জন্য দোয়া করবেন। এসব দোয়া শিখে নিয়ে পড়বেন। দোয়াও রিজিক বৃদ্ধি করে। চতুর্থত, আত্মীয়তার সম্পর্ক নিয়মিত বজায় রাখার চেষ্টা করবেন। আমরা কিছু পয়েন্ট আলোচনা করেছি। এসব গুরুত্বপূর্ণ বিষয়।