বিজয় মিছিল থেকে পরাজিত প্রার্থীর ওপর হামলা
নেত্রকোনার আটপাড়া উপজেলায় দুটি ইউনিয়নে নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনা ঘটেছে। এ সময় হামলায় আহত হয়েছেন ১০ জন। হামলার সময় দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে।
স্থানীয়রা জানায়, গত ৩১ মার্চ দ্বিতীয় দফা নির্বাচনে দুওজ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে বিজয়ী হন জসিম উদ্দিন। তাঁর সমর্থকরা আজ শনিবার তেলিগাতী বাজারে বিজয় মিছিল বের করেন।
এ সময় বাজারের একটি দোকানে বসে ছিলেন ওই ওয়ার্ডের পরাজিত সাধারণ সদস্য পদপ্রার্থী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তায়জুল হক। বিজয় মিছিল থেকে তায়জুলের ওপর হামলা চালানো হয়।
তায়জুল হক অভিযোগ করেন, তাঁর ওপর হামলার পর দোকানে থাকা অন্য লোকজন হামলাকারীদের বাধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় তাঁদের ওপরও হামলা চালানো হয় এবং পাঁচটি দোকান ভাঙচুর ও লুটপাট করা হয়।
হামলায় আহতরা হলেন তায়জুল হক (৪৫), নুরুজ্জামান (৩১), কাওসার হোসেন সজীব (১৮), দোকানি আফতাব উদ্দিন (৩২)। তাঁদের আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এঁদের মধ্যে গুরুতর আহত কাওসার হোসেন সজীবকে ময়মনমনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল শুক্রবার বিকালে উপজেলার তেলিগাতী ইউনিয়নের দিয়ারা বাজারে সংঘর্ষে জড়ায় ৮ নম্বর ওয়ার্ডের বিজয়ী সাধারণ সদস্য সোনালী খান ও পরাজিত প্রার্থী রফিকুল ইসলাম দুলালের সমর্থকরা।
এ সময় আহত হন পরাজিত প্রার্থী রফিকুল ইসলাম দুলাল, সুধীন্দ্র বিশ্বশর্মা, অখিল চন্দ্র বিশ্বশর্মা, আলমগীর, হুমায়ুন, শামীর, রাজীব শর্মা ও জাকির মিয়া। এঁদের মধ্যে আলমগীরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুখ আহমেদ জানান, দিয়ারা বাজারে একটি চা দোকানে বসে উভয় পক্ষের লোকজন চা খাচ্ছিলেন। এ সময় তাদের মধ্যে নির্বাচন নিয়ে তর্ক বাধে। একপর্যায়ে তাঁরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান।
ওসি আরো জানান, র্যাব ও পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ছাড়া তেলিগাতী বাজারেও পুলিশ পাঠানো হয়েছে।