মেসিকে নিয়ে শঙ্কায় আর্জেন্টিনা
লিওনেল মেসিকে ঘিরে শঙ্কাটা জাগে দুদিন আগে, ইন্টার মায়ামির ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই যখন তাকে তুলে নেওয়া হয়। সেটাই এবার সত্যি হলো। পায়ের চোটে ভুগছেন আর্জেন্টাইন তারকা। যার ফলে জাতীয় দলের জার্সিতে আসন্ন ম্যাচগুলোতে তার মাঠে নামা নিয়ে অনিশ্চয়তা জেগেছে।
মেসির চোটে পড়া নিঃসন্দেহে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলবে। কারণ আগামী জুন-জুলাইয়ে অনুষ্ঠেয় কোপা আমেরিকার আগে সবশেষ আন্তর্জাতিক বিরতিতে কিছুদিন পরই দুটি প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। আর ম্যাচগুলো কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামতে যাওয়া আর্জেন্টিনার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ।
মেসির চোটের বিষয়ে ইন্টার মায়ামির পক্ষ হতে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘মেসির ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে ছোট চোট আছে। সে কবে নাগাদ সেরে উঠবে তা এখনই বলা যাচ্ছে না। তবে, পরের ম্যাচে তার সার্ভিস পাওয়া যাবে না।’
মেসির এই চোট আর্জেন্টিনার জন্যও অনেক বড় দুর্ভাবনার। কারণ পরবর্তী দুটি ম্যাচই হবে যুক্তরাষ্ট্রে। আগামী ২৩ মার্চ ফিলাডেলফিয়ায় এল সালভাদরের মুখোমুখি হবে তিনবারের বিশ্বজয়ীরা। এরপর ২৭ মার্চ লস অ্যাঞ্জেলসে তাদের প্রতিপক্ষ কোস্টারিকা। কোপার আগে দলের সবচেয়ে বড় তারকার চোট নিয়ে উদ্বিগ্ন সমর্থকরাও।