টি-টোয়েন্টি ফাইনাল নিয়ে গুগল ডুডল
অবশেষে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে এই খেলা। আর এর মাধ্যমেই শেষ হবে এবারকার আসর।
এবার ফাইনালে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। প্রথমবারের মতো ভারতে এ আসর বসলেও সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে ছিটকে পড়েছে ভারত।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ উদযাপন করতে এর আগে তিনবার ডুডল তৈরি করেছিল গুগল। বিশ্বকাপ শুরুর আগের দিন প্রথমবার, এর পর দুই সেমিফাইনালের দিন।
ফাইনালের আসরের উন্মাদনা ছড়িয়ে দিতে তাই নতুন গুগল ডুডল তো হবেই! ফাইনাল উপলক্ষে দেওয়া গুগল ডুডলটি করা হয়েছে সেমিফাইনালের দুই ডুডলের মতো করেই।
এখানে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের পতাকার রঙে রাঙানো দুটি ব্যাট ক্রিস ক্রস আকারে রাখা হয়েছে। আর তার মাঝে ঠাঁই পেয়েছে একটি ক্রিকেট বল।
এই ডুডল সম্পর্কে গুগলের পেজে বলা হয়েছে, ক্রিকেট টুর্নামেন্টের আয়োজক হিসেবে ভারত তাদের পারদর্শিতা দেখিয়েছে, যা প্রশংসার যোগ্য। যেসব শহরে খেলা হয়েছে—বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, ধর্মশালা, কলকাতা, নাগপুর, মোহালি ও মুম্বাই, তাদের সবাইকে অভিনন্দন এই ডুডলের মাধ্যমে।
আজকের ফাইনালটি অনুষ্ঠিত হবে কলকাতার বিখ্যাত স্টেডিয়াম ইডেন গার্ডেন্সে।