সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশকে বোলিংয়ে পাঠাল শ্রীলঙ্কা
সিলেটে টি-টোয়েন্টিতেও শেষ ম্যাচ ছিল সিরিজ নির্ধারণী, ওয়ানডে সিরিজেও তাই। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ তাই রূপ নিয়েছে ‘অলিখিত ফাইনালে’। আজ যারা জিতবে, তাদের হাতেই উঠবে শিরোপা। এমন সমীকরণ মাথায় রেখে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা।
আজ সোমবার (১৮ মার্চ) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস। এই ম্যাচে একাদশে তিন পরিবর্তন এনেছে বাংলাদেশ। লিটন, সাকিব আর তাইজুলের পরিবর্তে সুযোগ পেয়েছেন বিজয়, রিশাদ ও মুস্তাফিজ।
আগের দুটি ওয়ানডেতে শিশিরের প্রভাব ছিল। শিশিরের কারণে দুই দলই ভুগেছে। প্রথম ম্যাচে শিশির থাকায় জিততে পারেনি শ্রীলঙ্কা। দ্বিতীয় ম্যাচে একই কারণে হেরে গেছে বাংলাদেশ। তৃতীয় ম্যাচে অবশ্য শিশির নিয়ে ভাবনা নেই। পুরো ম্যাচই দিনের আলোতে।
সিরিজে সমতা বজায় থাকলেও চোটের কারণে একাদশ সাজাতে হিমশিম খেতে হয়ছে দুই দলকেই। গরমের কারণে হ্যামস্ট্রিং চোটে ছিটকে গেছেন বাংলাদেশের পেসার তানজিম হাসান সাকিব। আর শ্রীলঙ্কা দলে পেশির চোটে দিলশান মাদাশাঙ্কা ছিটকে গেছেন লম্বা সময়ের জন্য। দুই দলই তাদের পেসারকে হারিয়ে এখানেও সহাবস্থানে।
বাইশ গজে নামার আগে দুই দলেই অনেক কিছুইতেই সমতা। তবে সিরিজ নির্ধারণী ম্যাচটিতে যারা এগিয়ে থাকতে পারবে, তাদের হাতেই উঠতে যাচ্ছে ট্রফি। এখন দেখার অপেক্ষায় বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ হারের আক্ষেপ ওয়ানডেতে দূর করতে পারে কিনা।