তনু হত্যার বিচার দাবিতে ঢাবিতে ধর্মঘট পালন
কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ডাকা আজ রোববারের ধর্মঘটে বিভিন্ন বামপন্থী ছাত্রসংগঠন সমর্থন দিয়েছে।
সকালে ধর্মঘটের সমর্থনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিবাদ সমাবেশ করেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তনু হত্যার ঘটনায় হত্যাকারীদের শনাক্ত, গ্রেপ্তার ও বিচার দাবি করেন শিক্ষার্থীরা। তনু হত্যাকাণ্ডের তদন্তে কোনো অগ্রগতি না হওয়ায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন। পরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন সাধারণ শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের এ আন্দোলনে সংহতি প্রকাশ করে তাঁদের সঙ্গে যুক্ত হন গণজাগরণ মঞ্চের মূখপাত্র ইমরান এইচ সরকার।
শাহবাগে অবরোধ শেষে গত ২৯ মার্চ সাধারণ শিক্ষার্থীদের পক্ষে ঢাবি ছাত্রী উজমা তাজরিন এ ধর্মঘটের ঘোষণা দেন।
গত ২০ মার্চ কুমিল্লা সেনানিবাসের একটি কালভার্টের পাশে তনুর লাশ পাওয়া যায়। ধর্ষণের পর তাঁকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তনু হত্যার প্রতিবাদে সারা দেশেই বিক্ষোভ হচ্ছে। তনু হত্যা মামলার তদন্ত প্রথমে পুলিশ, পরে গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সব শেষে অপরাধ তদন্ত ব্যুরোকে (সিআইডির) দায়িত্ব দেওয়া হয়। এরই মধ্যে কয়েক দফায় তনুর বাবা-মা ও ভাইকে জিজ্ঞাসাবাদ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।