ঢাকার লক্কড়ঝক্কড় বাস আমাদের লজ্জা দেয় : ওবায়দুল কাদের
রাজধানী ঢাকায় চলাচলকারী লক্কড়ঝক্কড় গাড়ির বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মন্ত্রী বলেন, ঢাকার রাস্তার বাসগুলোর দিকে তাকানো যায় না। লক্কড়ঝক্কড় এ বাসগুলো আমাদের ভীষণ লজ্জায় ফেলে দেয়।
আজ বৃহস্পতিবার (২১ মার্চ) রাজধানীর বনানীতে বিআরটিএ ভবনে আয়োজিত এক সভায় সেতুমন্ত্রী এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ঢাকা শহরে এসব গাড়ি তৈরির অনেক কারখানা আছে। আমি নিজে দেখেছি। গাড়িতে রং লাগাচ্ছে। এসব রং ১০ দিনও থাকে না। বাসগুলোর দিকে তাকানো যায় না। মফস্বল শহরের বাসগুলো ঢাকার চেয়ে আরও ভালো। ঢাকার এসব লক্কড়ঝক্কড় গাড়ি আমাদের উন্নয়ন অর্জনকে লজ্জা দেয়।
দেশের সাফল্যকে এসব লক্কাড়ঝক্কড় বাস ম্লান করে দিচ্ছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, আমাদের দেশের উন্নয়ন-অর্জন ও মর্যাদাকে ধুলায় মিশিয়ে দিচ্ছে। আমি শ্রমিক নেতাদের বহুবার বলেছি-আমাদের এ লজ্জা থেকে রক্ষা করুন। একটু রেহাই দেন। তারা কারো কথা শুনছে না। ঢাকায় রাস্তায় সবার চোখের সামনে এসব লক্কড়ঝক্কড় বাস চলছে। আপনাদের কী একটুও লজ্জা করছে না?
ওবায়দুল কাদের বলেন, বিদেশিরা আমাদের এ ঢাকা শহরে এসে মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে দেখছে। পাশাপাশি তারা এসব লক্কড়ঝক্কড় বাসও দেখছে। এটাই আমাদের সত্যিই লজ্জায় ফেলে দেয়। বাসের মালিক ও শ্রমিক নেতারাই এ থেকে আমাদের উদ্ধার করতে পারেন।