তনুর ধর্ষক ও খুনিদের ফাঁসির দাবিতে ঢাবিতে মানববন্ধন
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনুর ধর্ষক ও খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। আজ রোববার দুপুরে বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা দোয়েল চত্বর এলাকায় সড়ক অবরোধ করে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন করেন।
মানববন্ধনে তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন। মানববন্ধন শেষে তনু হত্যার প্রতিবাদে দোয়েল চত্বর থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি টিএসসি হয়ে কলাভবনের সামনে দিয়ে আবার দোয়েল চত্বরে গিয়ে শেষ হয়।
এ সময় শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারসহ বিভিন্ন প্রগতিশীল সংগঠনের নেতারা।
অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, ‘বাংলাদেশের নারীরা অবরুদ্ধ হয়েছে মুক্তিযুদ্ধে। তাঁদের এ বিচার পেতে বহু বছর অপেক্ষা করতে হয়েছে। আমাদের পুরুষদের উচিত নারীদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া।’ এ সময় তিনি সোহাগী জাহান তনুর ধর্ষণকারীদের বিরুদ্ধে সব নারীকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করার আহ্বান জানান।
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেন, ‘এমন একটা সমাজের পিঠে আমরা যাত্রা শুরু করেছি যেখানে অপরাধীরা নির্বিঘ্নে ঘুরে বেড়ায়। একজন ভিকটিমের পরিবারকে জিজ্ঞাসাবাদের নামে দিনের পর দিন হয়রানি করা হয়। পরবর্তী সময়ে আর কেউ ধর্ষিত হলে তার পরিবার যেন বিচারের আওতায় না যায়। যাতে একটা ভীতি তৈরি হয়-যা হওয়ার হয়েছে, অন্তত আমরা বেঁচে থাকি।’
ইমরান আরো বলেন, ‘যে রাষ্ট্র তার নারীদের মর্যাদা দিতে পারে না তাতেই প্রমাণিত হয় যে তারা কতটা অসভ্য হয়েছে। সুতরাং আমাদের সভ্যতার মাপকাঠি তনু আমাদের দেখিয়ে দিয়ে গেছে। এখান থেকে আমাদের ঘুরে দাঁড়াতে হবে।’
ইতি নামে এক শিক্ষার্থী বলেন, ‘হত্যার দুই সপ্তাহ পার হলো আজ পর্যন্ত কোনো সুরাহা হয়নি। ইয়াসমিন হত্যা ও ধর্ষণের প্রতিবাদে যেভাবে মানুষ রাস্তায় নেমে এসেছিল, আমাদেরও তনু হত্যার প্রতিবাদে সেভাবে রাস্তায় নেমে আসতে হবে।’