জেনে নিন এইচএসসি পরীক্ষায় কার কেন্দ্র কোথায়?
এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার (এইচএসসি) কবে শুরু হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। যদিও আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্যমতে, পরীক্ষা হতে পারে ৩০ জুন। সেই পরীক্ষার কেন্দ্রর তালিকা প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। বোর্ডের ওয়েবসাইটে কেন্দ্র অনুযায়ী কলেজের তালিকা দেওয়া হয়েছে।
সাধারণত এপ্রিলে দেশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হলেও কোভিড মহামারীর ধাক্কায় শিক্ষা সূচি এলোমেলো হওয়ায় এবারও পরীক্ষা পিছিয়ে নেওয়া হচ্ছে।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ১৬ এপ্রিল থেকে, চলবে ২৫ এপ্রিল পর্যন্ত।
বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত কেন্দ্র অনুযায়ী কলেজের তালিকা দেখে পরীক্ষার্থীরা জানতে পারবে তাদের সিট কোথায় পড়েছে। তালিকাটি সংযুক্ত করা হলো :