কোপায় ব্রাজিল-আর্জেন্টিনার চূড়ান্ত প্রতিপক্ষ কারা?
আসন্ন কোপা আমেরিকার ড্র অনুষ্ঠিত হয়েছিল আগেই। ১৬ দলের আসরে নিশ্চিত ছিল ১৪ দল। তাদের নিয়েই যুক্তরাষ্ট্রের মায়ামিতে গত বছরের ৮ ডিসেম্বর ড্র সম্পন্ন হয়। চারটি গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। প্রতি গ্রুপে থাকবে চারটি করে দল। তবে, বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ব্রাজিলের গ্রুপে দল ছিল তিনটি করে। বাছাই পর্বের প্লে-অফ তখনও শেষ না হওয়ায় দুদল ফাঁকা থাকে।
সেই দুই দল নিশ্চিত হয়েছে আজ রোববার (২৪ মার্চ)। কানাডা ও কোস্টারিকা জায়গা করে নিয়েছে কোপার মূল পর্বে। ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোকে হারিয়েছে কানাডা, কোস্টারিকা জিতেছে হন্ডুরাসের বিপক্ষে। ড্রর হিসাব অনুযায়ী কানাডাকে পেয়েছে আর্জেন্টিনা। ব্রাজিলের গ্রুপে জায়গা পেয়েছে কোস্টারিকা।
আসরের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পড়েছে ‘এ’ গ্রুপে। গ্রুপে তাদের প্রতিপক্ষ পের, চিলি ও কানাডা।
গ্রুপ ‘বি’-তে আছে মেক্সিকো, ইকুয়েডর ভেনেজুয়েলা ও জ্যামাইকা। ‘সি’ গ্রুপে স্বাগতিক যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ উরুগুয়ে, পানামা ও বলিভিয়া।
নিশ্চিত হয়েছে ‘ডি’ গ্রুপের চার দলও। ব্রাজিলের গ্রুপটিকে ধরা হচ্ছে ডেথ গ্রুপ হিসেবে। ব্রাজিল, কলম্বিয়া, প্যারাগুয়ে ও কোস্টারিকাকে আক্ষরিক অর্থেই ডেথ গ্রুপে পরিণত হয়েছে গ্রুপ ডি।
বিশাল কলেবরে কোপা আমেরিকার আগামী আসরটি আয়োজন করতে চলেছে যুক্তরাষ্ট্র। ১৪ শহরের ১৪টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচ। ২০ জুন আর্জেন্টিনার ম্যাচ দিয়ে শুরু হবে আসর, শেষ হবে ১৪ জুলাই।