তনু হত্যার বিচার দাবিতে জবিতে মানববন্ধন অব্যাহত
কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের মেধাবী ছাত্রী সোহাগী জাহান তনুকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ অব্যাহত রয়েছে
গতকাল রোববার দুপুরে প্রগতিশীল ছাত্রজোট ও সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় ক্লাবের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, অতিদ্রুত সোহাগী জাহান তনুর হত্যাকারীদের গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে। তনুসহ সারা দেশে যেভাবে খুন, ধর্ষণের অপসংস্কৃতি চালু হয়েছে, তার দ্রুত তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করারও দাবি জানান তাঁরা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফরিদা আক্তার খানম, সহকারী অধ্যাপক মনিরুজ্জামান খান, প্রভাষক চয়ন কুমার সাহা ও প্রগতিশীল ছাত্রজোটের নেতৃবৃন্দসহ শিক্ষার্থীরা।