পোস্তগোলায় পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
রাজধানীর কদমতলীর পোস্তগোলা ঈগল বক্সের সামনে পিকআপভ্যানের ধাক্কায় মো. সেলিম মিয়া (৪৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সোমবার (২৫ মার্চ) রাত সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আজ মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, সেলিম ওষুধ কোম্পানি এরিস্টোফার্মা লিমিটেডের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি অফিস থেকে মোটরসাইকেল যোগে বাসায় ফেরার পথে এ ঘটনা ঘটে। তিনি মানিকগঞ্জের শিবালয় থানা মেহেদীপুর গ্রামের হায়াত আলী ছেলে। বর্তমানে শ্যামপুর বালুর মাঠ এলাকায় পরিবার নিয়ে থাকতেন।
নিহত সেলিমকে হাসপাতালে নিয়ে আসা দেলোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, মোটরবাইক চালিয়ে যাওয়ার সময় একটি পিকআপ মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী সেলিম গুরুতর আহত হন।
বাচ্চু মিয়া বলেন, ‘গুরুতর আহতাবস্থায় সেলিমকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’