শেষ ওভারে স্যামুয়েলসের অকথ্য গালিগালাজ, জরিমানা
ফাইনাল ম্যাচের শেষ ওভারে স্ট্রাইকিং এন্ডে পরপর চারটি ছক্কা মেরে ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় ট্রফি এনে দিলেন কার্লোস ব্রেথওয়েট। কিন্তু এর মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছে। নন-স্ট্রাইকিং এন্ডে দাঁড়িয়ে থেকে ফাইনালের ম্যাচসেরা মারলন স্যামুয়েলস অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন ইংল্যান্ডের বোলার বেন স্টোকসকে।
এ অপরাধ স্যামুয়েলস নিজেও স্বীকার করেছেন। এ জন্য আইসিসি এলিট প্যানেল তাঁকে জরিমানা করেছে। তাঁর ম্যাচ ফির ৩০ শতাংশ কেটে নেওয়া হবে।
আইসিসির আচরণবিধির ২.১.৪ ধারা অনুচ্ছেদ ভঙ্গ করায় স্যামুয়েলস দোষী সাব্যস্ত হয়েছেন।
ক্রিকবাজ জানিয়েছে, শেষ ওভারে রান তাড়া করার সময় ইংল্যান্ডের পেসার বেন স্টোকসের উদ্দেশে গালিগালাজ ও আক্রমণাত্মক ভাষায় কথা বলেন স্যামুয়েলস। পরে স্যামুয়েলস দোষ স্বীকার করেন এবং শাস্তি মেনে নেন। এ জন্য আনুষ্ঠানিক শুনানির দরকার হয়নি। আইসিসির এমিরেটস এলিট প্যানেল এ শাস্তি নির্ধারণ করে। এ প্যানেলে রয়েছেন রঞ্জন মাদুগালে, আম্পায়ার কুমার ধর্মসেনা ও রড টাকার, তৃতীয় আম্পায়ার মারাইস এরাসমাস ও চতুর্থ আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড।
স্যামুয়েলসের লেভেল-১ অপরাধের জন্য আনুষ্ঠানিক ভর্ৎসনা ও ম্যাচ ফির সর্বোচ্চ ৫০ শতাংশ কর্তন করার জরিমানার বিধান রয়েছে।
ওয়ার্ল্ড টি-টোয়েন্টির ফাইনালে ইংল্যান্ডকে চার উইকেটে হারিয়ে ট্রফি জিতে নেয় ক্যারিবীয়রা। এতে স্যামুয়েলস ৮৫ রানে অপরাজিত থাকেন।