হাজারীবাগ ট্যানারি : কঠোর ব্যবস্থার দাবি পবার
বারবার সময় বেঁধে দেওয়ার পরও যেসব মালিক তাঁদের চামড়া কারখানা হাজারীবাগ থেকে স্থানান্তর করেননি, তাঁদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)।
আজ সোমবার রাজধানীর কলাবাগানে পবার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবেশবাদী সংগঠনটি এ দাবি জানায়।
সংবাদ সম্মেলনে বলা হয়, ওই সব চামড়াশিল্প মালিকদের সাভারের প্লট বাতিল করতে হবে, যারা হাজারীবাগ থেকে কারখানা স্থানান্তর করবেন বলে সাভারে প্লট নিয়েছেন, অথচ বারবার সময় দেওয়ার পরও তারা সেই কাজটি করেননি।
সংগঠনটির সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সোবহান বলেন, আইন অনুযায়ী পরিবেশদূষণকারীদের বিরুদ্ধে ক্ষতিপূরণ আদায়ে আরো কঠোর হতে হবে প্রশাসনকে।