জিম্মি নাবিকদের জন্য দুম্বা নেওয়ার কথা নিশ্চিত না মালিক পক্ষ
সোমালি জলদস্যুদের হাতে জিম্মি ২৩ নাবিকসহ বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ। নাবিকদের খাদ্য ও অন্যান্য নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় আছে তাদের পরিবারের সদস্যরা। যদিও গতকাল বৃহস্পতিবার (২৮ মার্চ) রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে মতবিনিময়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, এর আগে তিন মাস ধরে জলদস্যুদের কবলে থাকা অন্য জাহাজেও খাদ্য সংকট ছিল না, এখানেও নেই।
এর পরের দিন আজ গণমাধ্যমে জলদস্যুরা এমভি আবদুল্লাহর নাবিকদের জন্য দুম্বা আনছে বলে খবর ছড়িয়ে পড়ে। যদিও জিম্মি জাহাজ আব্দুল্লার মালিকানা প্রতিষ্ঠান কবির গ্রুপ সেই তথ্য নিশ্চিত করতে পারেনি। এই গ্রুপের মিডিয়া অ্যাডভাইজার মিজানুল ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, ‘ঈদের আগেই আমরা জিম্মি নাবিক ও জাহাজ ফিরিয়ে আনার জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। নাবিকদের জন্য জলদস্যুরা দুম্বা এনে খাওয়ানোর বিষয়ে আমরা অবগত নই। এই রকম কোনো তথ্য আমরা পাইনি।’
গত ১২ মার্চ এমভি আবদুল্লাহকে ২৩ জন বাংলাদেশি নাবিকসহ জিম্মি করে সোমালি জলদস্যুরা। এরপর থেকে জিম্মি নাবিকদের ফেরাতে সব ধরনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। গতকালও তিনি একই প্রত্যয় ব্যক্ত করেন। বলেন, সোমালি জলদস্যুদের কবল থেকে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর নাবিকদের নিরাপদে উদ্ধার ও জাহজকে মুক্ত করাই আমাদের মূল উদ্দেশ।
ড. হাছান বলেন, ‘জাহাজ সম্পর্কে শুধু এটুকু বলতে চাই, নাবিকদের মুক্ত করার জন্য আমরা তাদের সঙ্গে যোগাযোগে আছি। আমরা নানামুখী তৎপরতা চালাচ্ছি এবং আমাদের উদ্দেশ হচ্ছে নাবিকদের নিরাপদে উদ্ধার করা এবং জাহাজ উদ্ধার করা। আমরা অনেক দূর এগিয়েছি।’