‘ইউ আর নট ফিট ফর ঢাবি’ শোনা অথৈ-ই হলেন ঢাবির সি ইউনিটে প্রথম
কঠোর অধ্যবসায় সাফল্য এনে দেয়। আবার জ্বিদও কখনও কখনও পূরণ করে টার্গেট। তারই এক উদাহারণ অথৈ ধর। তাকে তার কোনো এক শিক্ষক বলেছিলেন, ‘ইউ আর নট ফিট ফর ঢাবি।’ যে কথা তাকে খুব আঘাত করে। আর তাই টার্গেট নির্ধারণ করেন তিনি। সেই টার্গট অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় ব্যবসায় শিক্ষা ইউনিটে (সি) প্রথম স্থান অর্জন করে নেন তিনি।
অথৈ ধর বলেন, আমার একটি একাডেমিক সমস্যা নিয়ে আমার এক শিক্ষকের কাছে গিয়েছিলাম। প্রশ্ন করার কারণে সে শিক্ষক আমাকে বলেন, ‘ইউ আর নট ফিট ফর ঢাবি।’ এই কথাটা আমাকে অনেক হিট করেছিল। এরপর থেকে আমি নিজেকে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত করতে শুরু করি।
অথৈ বলেন, পরীক্ষা ভালো হওয়ার কারণে বিশ্বাস ছিল যে রেজাল্ট ভালো হবে। কিন্তু কখনও চিন্তাও করতে পারিনি যে আমি প্রথম হতে পারব। আমার লক্ষ্য ছিল এক থেকে ১০ এর মধ্যে থাকার।
চট্টগ্রাম শহরের দক্ষিণ কাট্টালীর বাসন্তী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন অথৈ ধর। এরপর চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন করেন তিনি। ঢাবি ভর্তি পরীক্ষায় তাঁর পরীক্ষা অঞ্চল ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ভর্তি পরীক্ষায় তার সর্বমোট প্রাপ্ত নম্বর ১০৫.৫০।