আমার এলাকায় দ্বৈত শাসন চলবে না : সাইফুজ্জামান
সাংবিধানিকভাবে আমি নির্বাচিত জনপ্রতিনিধি, আমার এলাকায় দ্বৈত শাসন চলবে না বলে মন্তব্য করেছেন ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। আজ শুক্রবার (২৯ মার্চ) বিকেলে চট্টগ্রামের আনোয়ারায় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩৫ পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ ও অর্থ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, আমি আনোয়ারা-কর্ণফুলীর মানুষের সরাসরি ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি। এই এলাকার প্রশাসন ও দিকনির্দেশনা আমিই দেব। জনগণকে কীভাবে শান্তিতে রাখতে হয় সেই বিষয়টি দেখার দায়িত্ব আমার। কে, কী হয়েছে; কোন পদ পেয়েছে—সে বিষয় দেখার দায়িত্ব আমার নয়। প্রশাসনের কর্মকর্তাদের আমি নির্দেশ দিচ্ছি, এখন থেকে যেকোনো সভা-সমাবেশ এক সপ্তাহ আগেই অনুমতি নিয়ে করতে হবে। অনুমতি না নিয়ে কোনো সমাবেশ করতে দেওয়া হবে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমনের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু নাছেরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী।
এ ছাড়া অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের নেতা, ইউপি চেয়ারম্যান, যুবলীগ ও শ্রমিক লীগের নেতারাসহ সব স্তরের লোকজন উপস্থিত ছিলেন।