সাকিবের হাত ধরে এলো দিনের প্রথম সাফল্য
সাকিব আল হাসান উইকেট পেলেন। বাংলাদেশ পেল দিনের প্রথম সাফল্য। তারচেয়ে মজার ব্যাপার, সাকিবের শিকারে পরিণত হলেন অ্যাঞ্জেলো ম্যাথুস। ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে বিতর্কিত ম্যাচের পর এবারই প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছেন সাকিব। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে সেই ম্যাথুসকে ফিরিয়ে স্বস্তি এনে দিলেন বাংলাদেশ শিবিরে।
দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে আজ মঙ্গলবার (২ এপ্রিল) ব্যাট করছে শ্রীলঙ্কা। ছয় উইকেটে ১০২ রান নিয়ে গতকাল তৃতীয় দিন শেষ করে দলটি। দ্বিতীয় ইনিংসে ইতোমধ্যে নিশ্চিত হয়েছে, আবারও ৫০০-র বেশি রানের লক্ষ্য পাবে বাংলাদেশ।
ছয় উইকেট হারানো লঙ্কানদের হাল ধরেছিলেন ম্যাথুস। ৫৬ রান করে মাথাব্যথার কারণ হয়ে উঠছিলেন তিনি। ৩৬তম ওভারের দ্বিতীয় বলে তাকে ফেরান সাকিব। তার স্পিনে বিভ্রান্ত হয়ে বোল্ড হন ম্যাথুস। এ সময় অবশ্য কোনো বিতর্কিত সেলিব্রেশন করেননি সাকিব।
১৩২ রানে সাত উইকেট হারিয়েছে লঙ্কানরা। লিড ৪৯০ পার করে ৫০০ ছোঁয়ার অপেক্ষায়।