ডেমরায় ১৪ বাস পুড়ে যাওয়ার ঘটনায় ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি
রাজধানীর ডেমরা থানার ধার্মিকপাড়ায় অগ্নি দুর্ঘটনায় লন্ডন এক্সপ্রেসের ১৪টি বাস পুড়ে গেছে। এ ঘটনায় ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। তদন্ত কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল।
ফায়ার সার্ভিসের মিডিয়া শাখার সিনিয়র স্টাফ অফিসার শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, তদন্ত কমিটির প্রধান করা হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিনকে। কমিটির সদস্য সচিব ডিএডি মো. শামসুজ্জোহা এবং সদস্য করা হয়েছে সিনিয়র স্টেশন অফিসার ওসমান গণিকে।
গতকাল সোমবার রাত পৌনে নয়টার দিকে রাজধানীর ডেমরা এলাকায় দাঁড়িয়ে থাকা ১৪টি বাসে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, গ্যারেজে দাঁড়িয়ে থাকা অবস্থায় কয়েকটি ভলভো বাসে আগুন লাগে। আগুনের খবর পেয়ে ডেমরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে অগ্নি নির্বাপণ শুরু করেছে। পরে এতে সিদ্দিকবাজারের আরও তিনটি ইউনিট যুক্ত হয়। পাঁচটি ইউনিটের চেষ্টায় রাত ৯টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।