হারের বৃত্ত থেকে বের হতে পারল না বাংলাদেশ
মেহেদী হাসান মিরাজ চেষ্টায় কমতি রাখেননি। আগে-পরে ব্যাটাররা তাকে সেভাবে সঙ্গ দিতে না পারায় সেটি বিফলে যায়। মন্দের ভালো এই যে, মিরাজ রানে ফিরেছেন। তবে, তার অপরাজিত ৮১ রান দলের কোনো কাজে আসেনি। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশ হেরেছে ১৯২ রানে। দুই ম্যাচের সিরিজ শ্রীলঙ্কা জিতেছে ২-০ ব্যবধানে।
সিলেটের পর চট্টগ্রাম। দুটি ম্যাচেই লক্ষ্য একই, ৫১১ রান। সিলেটের পর চট্টগ্রামেও অভিন্ন নিয়তি। ব্যর্থ হয়েছে বাংলাদেশ। প্রথম টেস্টে কোনো প্রতিদ্বন্দ্বিতা করতে না পারলেও শেষ টেস্টে অন্তত লড়াই করেছে স্বাগতিকরা। ৫১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে আজ বুধবার (৩ এপ্রিল) ৮৫ ওভারে ৩১৮ রানে অলআউট হয়।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলঙ্কার দেওয়া ৫১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে গতকাল চতুর্থ দিন শেষে ৬৭ ওভারে সাত উইকেট হারিয়ে ২৬৮ রান তোলে বাংলাদেশ। মিরাজ ৪৪ ও তাইজুল ইসলাম ১০ রানে অপরাজিত থেকে শুরু করেন শেষ দিনের খেলা।
সকালের শুরুতে উইকেট হারায় বাংলাদেশ। বেশিক্ষণ টিকে থাকতে পারেননি তাইজুল। ১০ রান নিয়ে দিন শুরু করা তাইজুলকে ফেরান কামিন্দু মেন্ডিস।
দলীয় ২৮১ রানে ফার্নান্দোর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তাইজুল। নিজের সংগ্রহে যোগ করেন মাত্র চার রান। ব্যক্তিগত ১৪ রানে তাইজুল ফিরলে শেষ হয় ন্যূনতম সম্ভাবনা। ক্রিজে আসেন হাসান মাহমুদ। হাসান ও খালেদ দ্রুত বিদায় নিলে ৩১৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
গতকাল দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান মিলে গড়েন ৩৭ রানের জুটি। প্রভাত জয়াসুরিয়ার বলে বোল্ড হয়ে ফেরেন জয়। ৩২ বলে ২৪ রান করে ফেরেন ডানহাতি এই ব্যাটার। আরেক ওপেনার জাকিরও ফেরেন দ্রুতই। দলীয় ৫১ রানের মাথায় বিশ্ব ফার্নান্দোর বলে সিলভার হাতে ক্যাচ তুলে বিদায় নেন তিনি। তার ব্যাট থেকে আসে ১৯ রান।
অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক মিলে ৪৩ রানে জুটি গড়েন। ব্যর্থতার ধারাবাহিকতা ধরে রেখে ব্যক্তিগত ২০ রানে ফেরেন শান্ত। এরপর সাকিবকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন মুমিনুল। তবে, এই জুটিও খুব একটা বড় হয়নি মুমিনুলের বিদায়ে। দলীয় ১৩২ রানের মাথায় ৫৬ বলে ৫০ রান করে ফেরেন বাঁহাতি এই ব্যাটার।
পাঁচ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়া বাংলাদেশকে টেনে নেওয়ার দায়িত্ব নেন সাকিব-লিটন। এই জুটিতে ৬১ রান যোগ হয়। এরপরই ছন্দপতন। মাত্র চার রানের ব্যবধানে ফেরেন সাকিব ও লিটন। সাকিব ৩৬ ও লিটন ৩৮ রান করেন।
দ্বিতীয় ইনিংসে লঙ্কানদের পক্ষে চার উইকেট নেন লাহিরু কুমারা। কামিন্দু তিনটি এবং প্রভাত দুই উইকেট পান।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা প্রথম ইনিংস : ৫৩১/১০
বাংলাদেশ প্রথম ইনিংস : ১৭৮/১০
শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস : ৪০ ওভারে ১৫৭/৭ ডিক্লে.
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস : ৮৫ ওভারে ৩১৮/১০ (জয় ২৪, জাকির ১৯, শান্ত ২০, মুমিনুল ৫০, সাকিব ৩৬, লিটন ৩৮, দিপু ১৫, মিরাজ ৮১*, তাইজুল ১৪, হাসান ৬, খালেদ ২; বিশ্ব ১০-০-৩৯-১, ফার্নান্দো ১৫-২-৬২-০, কুমারা ১৫-৩-৫০-৪, প্রভাত ২৭-২-৯৯-২, ডি সিলভা ৮-২-২৫-০, কামিন্দু ১০-০-৩২-৩)