তনু হত্যার বিচার চেয়ে সাংস্কৃতিক জোটের স্মারকলিপি
কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।
আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সমাবেশ শেষে দোয়েল চত্বর পর্যন্ত মিছিল নিয়ে যাওয়ার পর পুলিশ তাঁদের ব্যারিকেড দিয়ে আটকে দেয়। পরে সাংস্কৃতিক জোটের একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে স্মারকলিপি দেন।
এর আগে টিএসসিতে সমাবেশে জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, তনু হত্যাকাণ্ডের দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। এতদিন পরে কেন প্রশ্নবিদ্ধ ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ করা হলো, সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাখ্যা দাবি করেন তিনি।
এ ছাড়া দ্রুত বিচার আইনে এই হত্যার বিচার দাবি করেন সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু।
সমাবেশ থেকে পয়লা বৈশাখের অনুষ্ঠান নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার সমালোচনা করা হয়। সরকারের বিধিনিষিধ অমান্য করে মুখোশ পরে এবং বিকেল ৫টার পরও বর্ষবরণের অনুষ্ঠান চালিয়ে গিয়ে সরকারের নির্দেশনা অমান্য করা হবে বলে সমাবেশের বক্তারা ঘোষণা দেন।
গত ২০ মার্চ সন্ধ্যায় টিউশনির জন্য বাড়ি থেকে বেরিয়ে যান তনু। পরে বাসায় ফিরে না আসায় তাঁকে খোঁজাখুঁজি করেন পরিবারের সদস্যরা। রাতে ক্যান্টনমেন্ট বোর্ড বালিকা উচ্চ বিদ্যালয়সংলগ্ন কালভার্টের পাশে ঝোপের মধ্যে তাঁর লাশ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, তাঁকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে।