ব্যাট হাতে আরও অবদান রাখতে চান নারিন
এক সপ্তাহ আগে আইপিএলের ইতিহাসের সবচেয়ে বেশি রান করেছে সানরাইজার্স হায়দরাবাদ। এক ইনিংসে দলীয় সর্বোচ্চ ২৭৭ রানের ইতিহাস গড়ে দলটি। বুধবার (৩ এপ্রিল) সেটি ভাঙার খুব কাছাকাছি চলে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। দিল্লি ক্যাপিটালের বিপক্ষে ২৭২ রান করে দলটি। ব্যাট হাতে বিধ্বংসী ইনিংস খেলেন সুনিল নারিন।
মাঝেমধ্যেই ওপেনিংয়ে নামেন নারিন। এদিনও নামলেন শুরুতে। খেললেন ৩৯ বলে ৮৫ রানের দুর্দান্ত ইনিংস। আউট হওয়ার আগে সমান সাতটি করে চার ও ছক্কা মারেন তিনি। কলকাতা জিতেছে ১০৬ রানের বিশাল ব্যবধানে। ম্যাচসেরার পুরস্কার ওঠে নারিনের হাতে। সেখানে তিনি জানান, ক্রিকেট মানেই এখন ব্যাটিং।
ম্যাচসেরার পুরস্কার নিতে আসা নারিনকে ধারাভাষ্যকার মজা করে জিজ্ঞেস করেন, ব্যাটিং না বোলিং কোন ভূমিকা উপভোগ করেন? নারিন তখন বলেন, ‘ক্রিকেটটাই এখন ব্যাটিং নির্ভর। আমিও চাই ব্যাট হাতে আরও বেশি অবদান রাখতে। যদিও, একজন বোলার হিসেবে আমার জায়গাটা আমি জানি। দলেও প্রয়োজনে যদি মনে হয় আমাকে আগে ব্যাটিংয়ে পাঠানো হবে, অবশ্যই যাব।’
নারিনের এই ইনিংসে কলকাতা নিজেদের ইতিহাসে সর্বোচ্চ ২৭২ রান তোলে। যেটি এখন আইপিএলের ইতিহাসে এক ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ।