তামিমের সঙ্গে আবার বসবে বিসিবি?
তামিম ইকবালের আন্তর্জাতিক ভাগ্য ঝুঁলছে পেণ্ডুলামের মতো। কবে, কখন ফিরবেন, আদৌ ফিরবেন কি না—নেই কোনো নিশ্চয়তা। দেশসেরা এই ওপেনারের সঙ্গে দফায় দফায় বসার কথা হলেও শেষ বসাটা হয়নি এখনও। তবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানালেন, তামিমের সঙ্গে বসবেন বোর্ড সভাপতি।
মিরপুরে আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) বাংলাদেশ-অস্ট্রেলিয়া নারী সিরিজের পর গণমাধ্যমের মুখোমুখি হন জালাল ইউনুস। সেখানেই তিনি কথা বলেন তামিম ইস্যুতে।
বিসিবির পরিচালনা বিভাগের প্রধান বলেন, ‘তামিমের সঙ্গে আমাদের বসা শেষ হয়েছে। আমরা বোর্ড প্রেসিডেন্টকে জানিয়েছি। এখন উনি হয়তো সময়-সুযোগ করে তামিমের সঙ্গে আলাদা করে বসবেন।’
সেই বসা কবে হবে, তার নিশ্চয়তা নেই। তামিমও মাঝে জানিয়েছিলেন, তিনি ফিরলে ফেরার মতো ফিরবেন। বিপিএল শেষে তামিম বলেছিলেন, ‘আমার সঙ্গে বোর্ডের বসার কথা ছিল। জালাল ভাইয়ের (জালাল ইউনুস) সঙ্গে কথা হয়েছে। আমি একটা জিনিস স্পষ্ট করে বলতে চাই, আমার ফিরে আসার মাঝে অনেক কিছুই আছে। ব্যাপারটা এমন নয়, এলাম আর খেলব। আমার হাতে খুব বেশি সময় নেই। আমি হয়তোবা দুই বছর খেলব। তবে, খেলার মতো খেলতে চাই। বোর্ডের সঙ্গে যখন বসব, তাদের কথাগুলো বলতে হবে।’