আজ থেকে বান্দরবানে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী
বান্দরবানে আজ থেকে সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ বাহিনী সাঁড়াশি অভিযান চালাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ শনিবার (৬ এপ্রিল) লুট হওয়া সোনালী ব্যাংকের শাখা পরিদর্শন শেষে রুমা উপজেলা কমপ্লেক্সে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তিনটি ব্যাংকে ডাকাতি, অস্ত্রলুটের ঘটনায় যারা জড়িত থাকুক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, ‘আজ থেকে ব্যাংকে ডাকাতি, অস্ত্র লুটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া শুরু হবে এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে। এ ছাড়া এ ঘটনায় আগাম তথ্য দেওয়ার বিষয়ে গোয়েন্দাদের ব্যর্থতা থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’
বান্দরবানে রুমা শাখার ব্যাংক লুট, ব্যবস্থাপক অপহরণ ও থানায় হামলা, অস্ত্র লুটও গোলাগুলির ঘটনার পর পেরিয়েছে অনেক সময়। তারপরও স্বাভাবিক হতে পারেনি থানচি উপজেলা। সেখানের পরিস্থিতি থমথমে। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ, বন্ধ বাজারের অধিকাংশ দোকানপাট। যদিও সোনালী ব্যাংকের ব্যবস্থাপক নেজাম উদ্দিনকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।