এবারের আইপিএলে প্রথম জয়ের দেখা পেল মুম্বাই
পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স অবশেষে জয়ের মুখ দেখেছে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষেও জয়টা প্রায় হাতছাড়া হয়ে যাচ্ছিল। ২৩৪ রানের বিশাল সংগ্রহ গড়েও মুম্বাইকে অপেক্ষা করতে হয়েছে শেষ ওভার পর্যন্ত। ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ রোববার (৭ এপ্রিল) দিল্লিকে ২৯ রানে হারিয়ে চলতি আসরে প্রথম জয়ের দেখা পেল মুম্বাই।
আগে ব্যাট করে ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২৩৪ রান করে মুম্বাই। জবাবে ২০ ওভারে আট উইকেটে ২০৫ রানে থামে দিল্লি।
বিশাল লক্ষ্যের পিছু ছুটতে গিয়ে শুরুটা ভালো হয়নি দিল্লির। দলীয় ২২ রানে পতন হয় প্রথম উইকেটের। ১০ রান করা ডেভিড ওয়ার্নারকে ফেরান রোমারিও শেফার্ড। জাসপ্রীত বুমরাহর বলে বোল্ড হওয়ার আগে অবশ্য আরেক ওপেনার পৃথ্বী শ খেলেছেন ৪০ বলে ৬৬ রানের ইনিংস। ওয়ানডাউনে নামা অভিষেক পরেলের ব্যাট থেকে আসে ৩১ বলে ৪১ রান। তাকেও বিদায় করেন বুমরাহ।
এরপর একাই দলের দায়িত্ব নেন ত্রিস্তান স্টাবস। মুম্বাইয়ের বোলারদের নাকানি-চুবানি খাওয়ান তিনি। ২৫ বলে তিনটি চার ও সাতটি ছক্কায় ৭১ রানের টর্নেডো ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। তবে, লোয়ার অর্ডারে বাকিরা কেউ দাঁড়াতে না পারায় বৃথা যায় ত্রিস্তানের ঝড়। জয় থেকে ২৯ রান দূরে ২০৫ রানে থামতে হয় দিল্লিকে।
মুম্বাইয়ের হয়ে চার উইকেট শিকার করেন জেরাল্ড কোয়েৎজে। বুমরাহ নেন দুটি।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা মুম্বাইয়ের শুরুটা হয়েছে ঝড়ের গতিতে। রোহিত শর্মা ও ইশান কিষাণের ওপেনিং জুটিতে সাত ওভারে আসে ৮০ রান। ২৭ বলে ৪৯ রান করে সাজঘরে ফেরেন রোহিত। ইশান বিদায় নেন ২৩ বলে ৪২ রান করে। দুজনকেই ফেরান অক্ষর প্যাটেল।
দীর্ঘদিন পর আজ মাঠে নেমেছেন সূর্যকুমার যাদব। নিজের ঝলক দেখাতে ব্যর্থ সূর্যকুমার। এনরিখ নরকিয়ার বলে আউট হয়ে শূন্য রানেই ফিরতে হয় তাকে।
এরপর হার্দিক পান্ডিয়া হাল ধরেন দলের। ৩৩ বলে ৩৯ রানের ইনিংস ঠিক পান্ডিয়া কিংবা টি-টোয়েন্টিসুলভ না হলেও দলকে টেনে নিয়েছে। তাকেও বিদায় করেন নরকিয়া। শেষ দিকে টিম ডেভিড আবারও ঝড় তোলেন। অপরাজিত থাকেন ২১ বলে ৮৫ রানে। তাকে সঙ্গ দিয়ে টর্নেডো তোলেন রোমারিও শেফার্ড। মাত্র ১০ বলে তিনটি চার ও চারটি ছক্কায় ৩৯ রানে অপরাজিত থাকেন তিনি। মুম্বাই পায় ২৩৪ রানের বিশাল সংগ্রহ।
দিল্লির হয়ে প্যাটেল ও নরকিয়া দুটি করে উইকেট নেন।