গুজরাটের বিপক্ষে লখনৌর সাদামাটা সংগ্রহ
আইপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে লখনৌ সুপার জায়ান্টস ও গুজরাট টাইটান্স। ঘরের মাঠ একানা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নেয় লখনৌ। তবে, ব্যর্থ হয়েছে বড় সংগ্রহ গড়তে। ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে দলটি স্কোরবোর্ডে জমা করে ১৬৩ রান।
ইনিংসের প্রথম ওভারেই কুইন্টন ডি ককের উইকেট হারায় লখনৌ। চার বলে ছয় রান করে উমেশ যাদবের শিকারে পরিণত হন ডি কক। অধিনায়ক লোকেশ রাহুল অবশ্য বড় ইনিংসের আভাস দিয়েছিলেন। যদিও, ৩১ বলে ৩৩ রানের মন্থর সংগ্রহে দল পিছিয়ে পড়ে। ওয়ানডাউনে নামা দেবদূত পাড়িক্কালও ফিরে যান সাত রান করে। তার উইকেটও নেন যাদব।
এরপর মার্কাস স্টয়নিস ও নিকোলাস পুরানের ব্যাটে এগিয়ে চলে লখনৌ। স্টয়নিস বিদায় নেওয়ার আগে তুলে নেন হাফসেঞ্চুরি। ৪৩ বলে ৫৮ রানের ইনিংস কিছুটা ভীত গড়ে দেয়। সেই ভীতে দাঁড়িয়ে বাকি পথ টেনে নেন পুরান। ২২ বলে ৩২ রানে অপরাজিত থাকেন এই তারকা। শেষ দিকে, আয়ুস বাদোনির ১১ বলে ২০ রান দলের সংগ্রহ ১৬০ ছাড়াতে সাহায্য করে। ১৬৩ রান কতটা চ্যালেঞ্জিং হতে পারে গুজরাটের জ্যি, সেটি নির্ভর করছে লখনৌর বোলারদের ওপর।
গুজরাটের পক্ষে যাদব ও দর্শন নালকান্দে নেন দুটি করে উইকেট।