সদরঘাটে দুর্ঘটনা : তিন সদস্যের তদন্ত কমিটি গঠন
রাজধানীর সদরঘাটে এক লঞ্চের ধাক্কায় আরেক লঞ্চের পাঁচজন যাত্রী নিহতের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর পরিচালক (ক্রয় ও সংরক্ষণ) মো. রফিকুল ইসলামকে কমিটির আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটিতে অন্য দুজন হলেন- নৌ-সংরক্ষণ ও পরিচালন বিভাগের যুগ্ম পরিচালক মো. আজগর আলী এবং বন্দর শাখার যুগ্ম পরিচালক মো. কবীর হোসেন।
এদিকে তদন্ত কমিটিতে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে বিআইডব্লিউটিএর চেয়ারম্যানের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেল সোয়া ৩টার দিকে দুই লঞ্চের মধ্যে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। নিহত যাত্রীদের মধ্যে তিনজন একই পরিবারের। নিহতরা হলেন মুক্তা (২৩) ও বেল্লাল (২৬)। তারা স্বামী-স্ত্রী। আর মাইশা তাদের তিন বছর বয়সী মেয়ে। তাদের বাড়ি পিরোজপুরে। নিহত বাকি দুজন হলেন রিপন হাওলাদার (৩৮) ও রবিউল (১৯)। রিপন হাওলাদারের বাড়ি পটুয়াখালী। আর রবিউলের বাড়ি ঠাকুরগাঁও।