নেইমারকে গ্যালারিতে বসিয়ে হিলালের শিরোপা জয়
মৌসুমের প্রথম শিরোপাই দারুণভাবে জিতে নিল আল হিলাল। সৌদি সুপার কাপের ফাইনালে বড় ব্যবধানেই জিতেই শিরোপা ঘরে তুলেছে সৌদি আরবের ক্লাবটি। আল-ইত্তিহাদকে হারিয়ে বৃহস্পতিবার শিরোপা উৎসব করেছে আল-হিলাল।
ফাইনাল ম্যাচে খেলতে পারেননি দলের বড় তারকা নেইমার। চোট সেরে না ওঠায় নেইমারকে গ্যালারিতেই বসিয়ে রাখতে হয়েছে আল-হিলালের। অবশ্য শিরোপা উৎসবে আর গ্যালারিতে থাকেননি নেইমার। ৪-১ গোলে জেতা ম্যাচটিতে পুরস্কার বিতরণের অনুষ্ঠানে মেতেছেন ব্রাজিল তারকা। ট্রফি নিয়েও উচ্ছ্বাস করেছেন পিএসজি ছেড়ে সৌদিতে আসা নেইমার।
আবু ধাবিতে ফাইনালের পঞ্চম মিনিটেই এগিয়ে যায় আল হিলাল। প্রথম গোলটি আসে ম্যালকমের পা থেকে। এই ব্যবধান অবশ্য বেশিক্ষণ টেকেনি। ২১তম মিনিটেই আব্দেররাজ্জাক হামাদাল্লাহর গোলে সমতায় ফেরে আল-ইত্তিহাদ। এরপর বিরতির আগ মুহূর্তে আবারও এগিয়ে যায় আল-হিলাল। এবারের গোলটি আসে আল-দাউসারির পা থেকে।
এরপর বাকি দুই গোল আসে শেষ দিকে। বিরতির পর দাপট দেখানো হিলাল স্কোরলাইন ৩-১ করে ৮৯ মিনিটে। সেই গোলের মালিকও ম্যালকম। আর ইত্তিহাদের জালে শেষ পেরেকটি মারেন দাউসারি। যোগ করা সময়ে তিনি চতুর্থ গোল করলে জয়ের উৎসবে মাতে আল-হিলাল।