ঈদে সড়কে বাড়ছে মোটরসাইকেল দুর্ঘটনা, অধিকাংশই তরুণ
দ্রুততম যানবাহন হিসেবে মোটরসাইকেল তরুণদের পছন্দের শীর্ষে। কিন্তু সড়কে শৃঙ্খলা না মানা ও বেপরোয়া গতির কারণে বর্তমানে মোটরসাইকেল দুর্ঘটনা বহুগুণ বেড়েছে। স্বল্প সময়ে গন্তব্যে পৌঁছানোর লক্ষ্যে বেপরোয়া গতির কারণে মোটরসাইকেল দুর্ঘটনাও বেশি হচ্ছে। ঈদে গত ২৪ ঘণ্টায় (গতকাল দুপুর ১২টা থেকে আজ দুপুর ১২ পর্যন্ত) সড়ক দুর্ঘটনায় আহত হয়ে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতালে) ভর্তি হয়েছেন ১৩০ জন। এর মধ্যে ৭৬ জন বা ৫৮ দশমিক ৪৬ শতাংশই মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে ভর্তি হয়েছেন।
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) আবাসিক চিকিৎসক পথিক বিশ্বাস আজ শুক্রবার (১২ এপ্রিল) দুপুরে এনটিভি অনলাইনকে বলেন, গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে আজ শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত সড়ক দুর্ঘটনায় ১৩০ জন আহত হয়ে আমাদের হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে। এদের মধ্যে ৭৬ জন মোটরসাইকেল দুর্ঘটনায় আহত। আর ৫৪ জন বাস, প্রাইভেটকার, ইজিবাইকসহ অন্যান্য যানবাহনের দুর্ঘটনায় আহত হয়েছে।
মোটরসাইকেল দুর্ঘটনায় বেশির ভাগই তরুণ জানিয়ে ডা. পথিক বিশ্বাস বলেন, এদের বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে। দুর্ঘটনায় গুরুতর আহত হলে আজীবন দুর্ভোগ পোহাতে হচ্ছে। যেমন আজ সকালে দুই তরুণ মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে এসেছে। তাদের পা কেটে ফেলতে হচ্ছে আমাদের। গুরুতর আহত হয়ে আরও অনেকে গতকাল ভর্তি হয়েছে। তাদের চিকিৎসা চলছে।
হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য ওবায়দুল বলেন, ঈদের দিনে অধিকাংশ মানুষ মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছে। যাদের বেশির ভাগ অল্পবয়সি। ঈদের দিন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে পঙ্গু হাসপাতালে এসেছে শতাধিক মানুষ। গতকালের তুলনায় আজ শুক্রবার সড়ক দুর্ঘটনার সংখ্যা কম।
ঈদের দিন দুপুরে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে পঙ্গু হাসপাতালে ভর্তি হয়েছে সাকিব সরদার (২১) ও দীপা (১৯)। আহত দুজন স্বামী-স্ত্রী। টঙ্গী প্রধান সড়কে দুর্ঘটনাটি ঘটেছে। সাকিবের মামাতো ভাই সালেহ আহমেদ বলেন, সাকিব ও দীপা দুজনেই মোটরবাইকে করে বেড়াতে যাচ্ছিল। হঠাৎ একটি প্রাইভেটকারের সাথে ধাক্কা লাগে। পরে তাদের দুজনকে আহত অবস্থায় পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। সাকিবের বাম পায়ের হাঁটুর ওপর ও নিচের হাড় ভেঙেছে। আর তার স্ত্রীর দীপার বাম পায়ের হাঁটুর ওপরের হাড় ভেঙেছে। দুজনেই গুরুতর অসুস্থ, চিকিৎসা চলছে।
লক্ষ্মীপুর জেলার আব্দুল্লাহপুর গ্রামের পথচারী কিশোর রাফি হোসেন (১৩) নিজ গ্রামে রাস্তার পারাপারের সময় মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন। রাফি হোসেনের চাচা দিদার বলেন, দুর্ঘটনার পর আহত অবস্থায় গতকাল পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনায় রাফির ডান পা ভেঙে গেছে। চিকিৎসা চলছে।
সূত্র মতে, মোটরসাইকেল দুর্ঘটনায় বছরে স্থায়ীভাবে পঙ্গু হচ্ছেন ১ হাজার ২০০ মানুষ। আর ৬ মাস থেকে দেড় বছর পর্যন্ত অস্থায়ী পঙ্গুত্বের সংখ্যা দশ হাজারেরও বেশি। গেল জানুয়ারিতে রাজধানীসহ সারাদেশে ১৫৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৬৮ জন। পঙ্গু হাসপাতালের হিসেব মতে, গেল বছর (২০২৩ সাল) মোটরসাইকেল দুর্ঘটনায় অন্তত ১৮ হাজার মানুষ চিকিৎসা নিয়েছেন। যার মধ্যে হাত-পা হারানো রোগীর সংখ্যা অন্তত ১২০০।
বাাংলাদেশ সড়ক পরবিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) তথ্য মতে, গত ২০২২-২০২৩ অর্থবছরে দুর্ঘটনার নিহত হয়েছে চার হাজার ৩৭১ জন। আগের ২০২১-২০২২ অর্থবছরে নিহত চার হাজার ৪৩৪ জন এবং ২০২০-২০২১ অর্থবছরে চার হাজার ৭৫৮ জন।