মেয়ের স্কুলের বেতন না দিয়ে ধোনির খেলা দেখলেন ৬৪ হাজার রুপিতে
ভারতীয় ক্রিকেট প্রেমিদের কাছে বিশেষ নাম—মহেন্দ্র সিং ধোনী। শুধু ভারত কেন সারা বিশ্বেও তুমুল জনপ্রিয় বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। সেই তারকার খেলা দেখতেই নানা সময় নানা পাগলামী করতে দেখা যায় ভক্তদের। এবারের আইপিএলেও মিলল তেমন নজির। মাহিপ্রেমী এক বাবা তো মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ৬৪ হাজার রুপি খরচ করে দেখতে এলেন চেন্নাই সুপার কিংসের ম্যাচ।
অবিশ্বাস্য হলেও চেন্নাইতে এমন ঘটনাই ঘটেছে। অবশ্য বাবা মেয়েদের সঙ্গে নিয়েই চিপকে বসে দেখেছেন ধোনীর ম্যাচ। ধারণা করা হচ্ছে, এবারের আইপিএল খেলেই অবসর নেবেন ধোনি। যদি তাই হয়, মাহিকে ক্রিকেটার হিসেবে দেখার এটাই শেষ সুযোগ। তাই এক বাবা এই সুযোগ মিস করতে চাননি।
সেই দর্শক চিপকে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স ম্যাচ দেখতে এসেছিলেন। সরাসরি টিকেট না পেয়ে কালোবাজারে ৬৪ হাজার রুপিতে টিকিট কিনেছেন তিনি। টিকিটের পেছনে এত টাকা খরচ হওয়াতে মেয়ের স্কুলের বেতন দিতে পারেননি সেই বাবা।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোকে ধোনির সেই ভক্ত বলেছেন, ‘কোনও ভাবেই টিকিট পাচ্ছিলাম না। বাধ্য হয়ে কালোবাজারে টিকিট কিনেছি। সব মিলিয়ে ৬৪ হাজার টাকা লেগেছে। মেয়েদের স্কুলের টাকা বাকি পড়ে গিয়েছে। আসলে এক বার সামনে থেকে ধোনিকে দেখতে চেয়েছিলাম।’
তাঁর ওই বক্তব্যের ভিডিও এরই মধ্যে ভাইরাল হয়েছে সমাজিক যোগাযোগমাধ্যমে। ধোনির সেই ভক্তের এক মেয়ে বলেছে, ‘টিকিট পাওয়ার জন্য বাবাকে প্রচুর পরিশ্রম করতে হয়েছে। ধোনির খেলা দেখতে পেয়ে আমরা খুব খুশি।’