তনু হত্যা : দায়িত্বশীল থেকে কথা বলা উচিত
কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ড নিয়ে দায়িত্বশীল দিক থেকে কথা বলা উচিত বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় শুধু সামরিক বাহিনীর লোকজন নয়, অনেক বেসামরিক লোকজনও থাকে।
আজ বুধবার দুপুরে ফেনীর সরকারি জিয়া মহিলা কলেজে কমিশনার জয়নাল আবদীন গ্রন্থাগারের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী। জ্বালানি তেলের দাম কমলে পরিবহন ভাড়াও কমবে বলে জানান তিনি।
তনু হত্যার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘ক্যান্টনমেন্ট এলাকায় কিছু ঘটলেই সেনাবাহিনী জড়িত, সেখানে তো বেসরকারি অনেক লোক থাকে। অসামরিক লোকজন তো সেখানে, অনেকগুলো হাউজিং আছে, কাজেই ওখানে তো বেসামরিক লোকরাও অনেক থাকে। কাজেই কে ইনভলব? হঠাৎ করে সেনাবাহিনী, খুব সেনসেটিভ বিষয়। সেনাবাহিনী একটা প্রতিষ্ঠান। আমাদের সার্বভৌমত্বের প্রতীক। আমাদের দায়িত্বশীল দিক থেকে কথা বলা উচিত।’
এ ক্ষেত্রে প্রধানমন্ত্রীর মনোভাব প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, “আমাদের প্রধানমন্ত্রী এসব ব্যাপারে অত্যন্ত কঠোর। তিনি এসব ব্যাপারে কথা বলেন না কিন্তু অ্যাকশন ঠিকমতোই নেন। আমি পারসোনালি জানি। সেদিন আমাদের মনোনয়ন বোর্ডের এক সভায় তিনি পরিষ্কারভাবে, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমি কথা বলছি না, কিন্তু আমি অত্যন্ত কঠোর অবস্থানে আছি এবং আমি জানি হত্যাকাণ্ডের ফলে এটার পরিণতিটা কী? এটার ট্র্যাজেডিটা কী পরিণতি বয়ে আনে, সেটা আমার চেয়ে বড় ভুক্তভোগী আর কেউ নেই। কাজেই তনু হত্যার ব্যাপারটা আমার হৃদয়ে যতটা, অন্তরে যতটা ব্যথা দেবে, আমি যতটা মর্ম-বেদনা অনুভব করি অন্যরা ততটা করবে না। কাজেই আমি এ ব্যাপারে কঠোর অবস্থানে আছি’।”
ওবায়দুল কাদের বলেন, ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের সময় ও পরে বিএনপির কোনো নেতা বা কর্মীর বাড়িতে হামলা হয়েছে এর কোনো প্রমাণ নেই। তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নির্বাচনে এসেছে।’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেন, ‘আমি জানতে চাই বিএনপির কার কার বাড়িতে হামলা হয়েছে, কার কার বাড়িঘর ভাঙচুর হয়েছে। বিএনপির কে কে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এ পর্যন্ত যারা মারা গেছে বলে পত্রপত্রিকায় বা মিডিয়াতে এসেছে, বিএনপির কোনো ক্যাজুয়ালিটি এ পর্যন্ত আমি শুনিনি। বিএনপি শুধু নালিশনির্ভর রাজনীতি করছে, শুধু নালিশই দিয়ে যাচ্ছে। কিন্তু তারা ঠিক করে বলছে না যে কোথায় কোথায় তাদের লোকেরা ক্ষতিগ্রস্ত হয়েছে।’
সেতুমন্ত্রী বলেন, ‘আমার মনে হয় না বিএনপি নির্বাচন থেকে সরে যাবে। আর সরে গেলে এটাই বুঝব বিএনপি নির্বাচন থেকে সরে যাওয়ার জন্যই নির্বাচনে এসেছে। মাঝপথে সরে যাওয়ার রেকর্ড তাদের অনেক আছে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা নির্বাচন থেকে সরে যাচ্ছে কি না এটাও একটা বিষয়।’
জ্বালানি তেলের দাম কমলে পরিবহন ভাড়া কমবে কি না সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহনমন্ত্রী জানান, তেলের দাম কমলে পরিবহন ভাড়াও কমবে। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) এ বিষয়ে একটি কমিটি আছে, কমিটির বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।
পরে মন্ত্রী সরকারি জিয়া মহিলা কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন।
এ সময় মন্ত্রীর সঙ্গে আরো উপস্থিত ছিলেন ফেনী-২ আসনে আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদ্স্য জাহান আরা বেগম সুরমা, জেলা প্রশাসক আমিন উল আহসান, পুলিশ সুপার মো. রেজাউল হকসহ সরকারি কর্মকর্তা ও স্থানীয় নেতারা।
ফেনীতে সরকারি জিয়া মহিলা কলেজে কমিশনার জয়নাল আবদীন গ্রন্থাগারের উদ্বোধন শেষে আজ বুধবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি : এনটিভি