রাজধানীর পল্লবীতে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা
রাজধানীর পল্লবীতে পূর্ব শত্রুতার জেরে পাভেল খান (৩২) নামে এক পরিবহণ শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে পল্লবীর স্বপ্ননগর আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান বলেন, রোববার রাত সাড়ে ৮টার দিকে খবর পেয়ে পল্লবী থানার সুখনগর আবাসিক এলাকার পেছনে পুকুরপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কে বা কারা ওই যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে উক্ত স্থানে ফেলে রেখে যায়। পরে খবর পেয়ে সেখান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে ও তদন্ত সাপেক্ষে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পরিবারের বরাত দিয়ে এসআই আরও জানান, পাভেল খান বাস হেলপার ছিলেন। দুই বছর আগে বিয়ে করেন। বিয়ের পর স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায়। তার গ্রামের বাড়ি নেত্রকোনার বারহাট্টা উপজেলার আলোকদিয়া গ্রামে। বাবার নাম শায়েস্তা খান। বর্তমানে বাড্ডা পাঁচতলা বাজার এলাকায় থাকতেন।