সোলসের গানে মাতলো মায়ামি বৈশাখী মেলা
দেশের ঐতিহ্যবাহী ব্যান্ড সোলস-এর ৫০ বছর পূর্তি উপলক্ষে যুক্তরাষ্ট্র সফরে আছে সদস্যরা। যার শুরুটা হলো ১৪ এপ্রিল মিয়ামিতে আয়োজিত বৈশাখী মেলার মধ্য দিয়ে। বাংলাদেশ কালচার অর্গানাইজেশন অব মিয়ামির বর্ষবরণ অনুষ্ঠানে দলের সদস্যরা প্রায় তিন ঘণ্টা গান গেয়ে দর্শক শ্রোতাদের মাতিয়ে রাখেন। এ সময় দর্শকের অনুরোধের পাশাপাশি এ এমন পরিচয়, ব্যস্ততা দেয় না আমাকে অবসর, নিঃসঙ্গতাসহ বেশকিছু গান পরিবেশন করে সোলস।
গানের ফাঁকে আয়োজকদের পক্ষ থেকে সোলস সদস্যদের সম্মাননা প্রদান করা হয়।
ব্যান্ডের প্রধান গায়ক পার্থ বড়ুয়া বলেন, ‘মিয়ামিতে বৈশাখী মেলায় এসে মনে হয়নি দেশের বাইরে আছি। এখানকার দর্শকরা দারুণ সংগীতপ্রেমী। তাদের প্রতি কৃতজ্ঞতা। বিদেশের মাটিতে বসে দেশের শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করছেন। বর্ষবরণের আয়োজন দেখে আমার খুব ভালো লেগেছে। আয়োজকদেরও ধন্যবাদ জানাই, তারা সোলসের ৫০ বছর উদযাপন উপলক্ষে বিশেষ সম্মাননা প্রদান করায়।’
বর্ষবরণের মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্র সফর শুরু করেছে সোলস। জানা গেছে, আগামী ২০ এপ্রিল ভার্জিনিয়ায় ঈদ আনন্দ মেলায় পারফর্ম করবে তারা।
গত ১১ এপ্রিল যুক্তরাষ্ট্রে পৌঁছান সোলস সদস্যরা। এবারের সফরে রয়েছেন পার্থ বড়ুয়া, মীর মাসুম, আহসানুর রহমান আশিক, মারুফ তালুকদার রিয়েল ও সাউন্ড ইঞ্জিনিয়ার শামীম আহমেদ।
এদিকে শিগগিরই ভক্তদের জন্য নতুন গান প্রকাশ করতে যাচ্ছে সোলস।