নাশকতার দুই মামলায় বিএনপিনেতা হাবিব ও মনছুর কারাগারে
রাজধানীর পল্টন থানার নাশকতার মামলায় দুই বছরের দণ্ডপ্রাপ্ত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব ও যুবদলের ক্রীড়া সম্পাদক আবুল মনছুর খান দিপককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান এই আদেশ দেন। এদিন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
এ মামলার আইনজীবী ইলতুৎমিশ সওদাগর এ্যানি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তাদেরকে পল্টন থানার এক মামলায় দুই বছরের কারাদণ্ড দেন আদালত। সে মামলায় তারা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। হাবিবুর রশিদ হাবিব জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি ও আবুল মনছুর খান দিপক ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি।