ফরিদপুরের ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে : ধর্মমন্ত্রী
ফরিদপুরে দুই সহোদরকে পিটিয়ে মারার ঘটনায় ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, আমাদের নৈতিক দায়িত্ব হলো এই ঘটনা ঘটলো কীভাবে, এটা বের করতে হবে। ঘটনা বের করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।
আজ শনিবার (২০ এপ্রিল) দুপুরে ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লীতে পিটুনিতে নিহত দুই শ্রমিকের নোয়াপাড়া এলাকায় তাদের বাড়িতে গিয়ে মন্ত্রী এসব কথা বলেন।
ধর্মমন্ত্রী বলেন, সেটা মুসলমান হোক আর হিন্দু হোক কারোই অসাম্প্রদায়িক ব্যবস্থা নষ্ট করার কোনো অধিকার নেই। এদেশ অসাম্প্রদায়িক দেশ। আমরা এদেশে বসবাস করি সবাই ঐক্যবদ্ধভাবে। অপরাধী যে তাকে ছাড় দেওয়া হবে না। আমাদের যে দুজন দুনিয়া থেকে চলে গেছেন, তাদেরকে এক লাখ টাকা করে দেওয়া হবে। আর এই ঘটনায় যারা আহত হয়েছেন তাদেরকে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে।
পরে তিনি নিহত দুই ভাইয়ের কবর জিয়ারত করেন। সেখান থেকে ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লীতে সহিংসতা এলাকা পরিদর্শন করেন।
এ সময় ধর্ম সচিব মু. আ. হামিদ জোমাদ্দার, ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মো. মোর্শেদ আলমসহ সরকারের বিভিন্ন সংস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে এ ঘটনাটি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট এ তদন্ত কমিটি করা হয়েছে। এ তদন্ত কমিটিকে তিনদিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে মধুখালীর ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লী গ্রামের একটি কালিমন্দিরের প্রতিমায় আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধরা পাশের একটি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণকাজে থাকা শ্রমিকদের ওপর হামলা চালায়। এ সময় উত্তেজিত জনতার পিটুনিতে সহোদর আশরাফুল ও আশাদুল নামের দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়। আর এ ঘটনায় আহত হয় পাঁচ জন।