বিশ্বরেকর্ড গড়ে আবারও বিশাল সংগ্রহ হায়দরাবাদের
সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটে রান উৎসব চলছে। তৃতীয়বারের মতো চলতি আইপিএলে ২৫০ ছাড়ানো ইনিংস খেলল দলটি। দিনের একমাত্র ম্যাচে আজ শনিবার (২০ এপ্রিল) দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছে হায়দরাবাদ। দিল্লির বোলারদের হতাশায় ডুবিয়ে বিশাল সংগ্রহ গড়েছে তারা। দিল্লির মাঠ অরুণ জেটলি স্টেডিয়ামে আগে ব্যাট করে ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ২৬৬ রান তোলে দলটি।
এ রান করার পথে দুটি রেকর্ড গড়েছে হায়দরাবাদ। একটি বিশ্বরেকর্ড, একটি আইপিএলে। টি-টোয়েন্টি পাওয়ার প্লে-তে এতদিন সর্বোচ্চ রান ছিল ১০৬। ২০১৭ সালে ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে ডারহামের বিপক্ষে নটিংহামশায়ার তুলেছিল এই রান। আজ সেটি টপকে গেল হায়দরাবাদ, পাওয়ার প্লের ছয় ওভারে তুলল ১২৫। অন্যদিকে আইপিএলের ১৭ বছরের ইতিহাসে প্রথম পাঁচ ওভারের মধ্যে ১০০ রান এর আগে করতে পারেনি কোনো দল। সেটিও ভাঙল দক্ষিণ ভারতের দল হায়দরাবাদ। কুলদীপ যাদবের করা পঞ্চম ওভারের শেষ বলে ছয় মেরে ৯৭ থেকে দলীয় সংগ্রহ ১০৩ এ নেন অভিষেক শর্মা।
টস জিতে বোলিং বেছে নেন দিল্লি অধিনায়ক ঋষভ পন্ত। সেই সিদ্ধান্ত যে এভাবে মুখ থুবড়ে পড়বে সেটি বোঝেননি পন্ত। হায়দরাবাদের দুই ওপেনার ট্রাভিস হেড ও অভিষেক শর্মা মিলে পিচে রীতিমতো ঝড় তোলেন। মাত্র ৩৮ বলে ১৩১ রান আসে ওপেনিং জুটি থেকে। ১২ বলে ৪৬ রান করে কুলদীপ যাদবের বলে আউট হন অভিষেক। হেড ছিলেন আরও আগ্রাসী। ৩২ বলে ১১ চার ও ছয়টি ছক্কায় ৮৯ রান করেন তিনি। তাকেও ফেরান কুলদীপ।
মাঝে এইডেন মার্করাম ও হেনরিক ক্লাসেন দ্রুত ফিরে যান। তাতেও অবশ্য থামেনি হায়দরাবাদের রানের গতি। ২৭ বলে ৩৭ রান করেন নিতিশ কুমার। শেষ দিকে শাহবাজ আহমেদ স্কোরবোর্ডে শেষ প্রলেপ দেন। ২৮ বলে অর্ধশতক তুলে নেন। ২৯ বলে ৫৯ রানে অপরাজিত থাকেন তিনি। তার ইনিংসে ভর করে দলের রান পার করে ২৫০ এর ঘর। এবারের আসরে এর আগে ২৮৭ ও ২৭৭ রানের দুটি ইনিংস খেলে হায়দরাবাদ।
দিল্লির পক্ষে চার উইকেট নেন কুলদীপ। বিনিময়ে যদিও ৫৫ রান দেন তিনি।