ঠান্ডা মাথায় গরম ইনিংস খেলেন হেড!
ট্রাভিস হেড নামটা ক্রিকেট দুনিয়ার কাছে এখন আর অপরিচিত নয়। অস্ট্রেলিয়ান ওপেনার গত এক বছরে নিজেকে নিয়ে গেছেন অনন্য পর্যায়ে। বড় ম্যাচ হলেই জ্বলে ওঠেন তিনি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, বিশ্বকাপের পর এবার আইপিএলেও হাসছে তার ব্যাট। তার ব্যাট হাসা মানে প্রতিপক্ষ বোলারদের কান্না নিশ্চিত।
চলমান আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ যেন লড়াই করছে নিজেদের সঙ্গেই। আসরে তিনটি আড়াইশ ছাড়ানো ইনিংস তাদের। ১৭তম আসরেরর আগে আইপিএলে এক ইনিংসে দলীয় সংগ্রহ ছিল ২৬৩ রান, ১১ বছর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু করেছিল। এবার এখন অবধি আড়াইশ পেরিয়ে যে তিনটি ইনিংস খেলেছে হায়দরাবাদ। সেগুলো যথাক্রমে— ২৭৭, ২৮৭ ও ২৬৬। আইপিএলের রেকর্ড ভেঙেছে নতুন রেকর্ড গড়েছে, নিজেদের সেই রেকর্ডও আবার ভেঙেছে দক্ষিণ ভারতের দলটি।
হায়দরাবাদের এমন বিধ্বংসী ক্রিকেটে অন্যতম অবদান ওপেনার হেডের। ২৮৭ করা ম্যাচে হেডের ব্যাট থেকে আসে ৪১ বলে ১০২ রানের বিধ্বংসী ইনিংস। ইনিংসে চার মারেন ৯টি, ছক্কা আটটি। গতকাল শনিবার (২০ এপ্রিল) দলটি করে ২৬৬ রান। ছয় ওভারে ১২৫ রান তুলে টি-টোয়েন্টির পাওয়ার প্লেতে বিশ্বরেকর্ড গড়ে। ম্যাচে হেডের ব্যাট থেকে আসে ৩২ বলে ৮৯ রানের টর্নেডো এক ইনিংস। যেটি সাজানো ছিল ১১ চার ও ছয়টি ছক্কায়।
এমন বিধ্বংসী সব ইনিংস কীভাবে খেলেন, এর রহস্য জানালেন হেড নিজেই। গতকাল ম্যাচসেরার পুরস্কার নিতে এসে তিনি জানান, রহস্য কিছুই না। ব্যাটিংয়ের সময় মাথা ঠান্ডা রাখেন।
হেড বলেন, ‘এটি আসলে তেমন কিছুই নয়। ব্যাটিংয়ের সময় মাথা ঠান্ডা রাখি। বল অনুযায়ী খেলার চেষ্টা করি। বিষয়টি দারুণ যে আমি ছন্দে আছি। আসলে আমাদের পুরো দলটাই ছন্দে আছে। নিজেকে ও দল নিয়ে আমি সন্তুষ্ট।’