নাজিম হত্যার প্রতিবাদে উত্তপ্ত জবি ক্যাম্পাস
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী নাজিমুদ্দিন সামাদকে হত্যার প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস।
হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়ার পর আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ক্যাম্পাসজুড়ে বিক্ষোভ শুরু হয়। জবির প্রধান ফটকের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
এ ছাড়া ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পুরান ঢাকার শাঁখারীবাজার মোড়, লক্ষ্মীবাজার ও বাহাদুর শাহ পার্ক ঘুরে আবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আসে। সেখানে আগুন জ্বালিয়ে ক্ষোভ প্রকাশ করেন সাধারণ শিক্ষার্থীরা। পরে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন তাঁরা।
সাধারণ শিক্ষার্থীদের এই বিক্ষোভে প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরাও একাত্মতা প্রকাশ করেন।
নৃবিজ্ঞান বিভাগের সপ্তম ব্যাচের শিক্ষার্থী তরুণ ঘোষ বলেন, একের পর এক মুক্তমনাদের হত্যা করা হচ্ছে। সরকার এদের নিরাপত্তা দিতে ব্যর্থ। সকালে ঘর থেকে বের হয়ে বাসায় ফিরতে পারব কি না, তার নিশ্চয়তা নেই।
অতিদ্রুত জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আইন বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থী অনিক।
এদিকে, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে জবি ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গতকাল বুধবার রাত ৯টার দিকে সূত্রাপুরের একরামপুর মোড়ে জবি শিক্ষার্থী নাজিমুদ্দিন সামাদকে চাপাতি দিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করে অজ্ঞাত দুর্বৃত্তরা।