নাজিম হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ
জগন্নাথ বিশ্ববিদ্যালেয়র (জবি) আইন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী নাজিমুদ্দিন সামাদকে হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জবি শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জবির ফটকের সামনের রাস্তা অবরোধ করে আগুন জ্বালিয়ে এ বিক্ষোভ করে তারা।
এরপর ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি পুরান ঢাকার শাঁখারীবাজার মোড়, লক্ষ্মীবাজার ও বাহাদুর শাহ পার্ক ঘুরে আবার বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে আসে। সেখানে আগুন জ্বালিয়ে ক্ষোভ প্রকাশ করে সাধারণ শিক্ষার্থীরা। পরে তারা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিকেল ৪টার পর্যন্ত বিক্ষোভ করে।
সাধারণ শিক্ষার্থীদের এই বিক্ষোভে প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরাও একাত্মতা প্রকাশ করে।
নাজিমুদ্দিনের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়ে ছাত্র ইউনিয়নের সভাপতি লাকী আক্তার বলেন, নাজিম হত্যার প্রতিবাদে আগামী রোববার আবারো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি শুরু হবে।
বিক্ষোভরত শিক্ষার্থীরা বলেন, নাজিম আমাদের ভাই। আমাদের ভাইয়ের রক্ত শুকানোর আগে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
আইন বিভাগের সপ্তম ব্যাচের শিক্ষার্থী কামাল বলেন, জবি কর্তৃপক্ষ শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ। আবাসিক সমস্যা ও পরিবহন সংকটের কারণে নাজিমের মতো মেধাবী শিক্ষার্থীদের প্রাণ দিতে হচ্ছে বলে জানান তিনি।
জবি প্রক্টর ড. নূর মোহাম্মদ বলেন, জবি শিক্ষার্থীকে এভাবে হত্যা করা নিন্দাজনক। প্রক্টরিয়াল বডি সিদ্ধান্ত নিয়ে প্রশাসনের কাছে হত্যাকাণ্ডের বিচারের দাবি জানাবে বলে জানান তিনি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন বলেন, যেকোনো অপ্রীতিকর ঘটনা মোকাবিলা এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য জবি ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, গতকাল বুধবার রাত ৯টার দিকে সূত্রাপুরের একরামপুর মোড়ে জবি শিক্ষার্থী নাজিমুদ্দিন সামাদকে চাপাতি দিয়ে কুপিয়ে এবং গুলি করে হত্যা করে অজ্ঞাত দুর্বৃত্তরা। নাজিমের গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজারে।