বাঁশখালী থেকে সরানো হচ্ছে সেই বিদ্যুৎকেন্দ্র!
বাঁশখালীর গণ্ডামারা এলাকা থেকে সরানো হতে পারে বহুল আলোচিত কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটি। শুক্রবার এলাকাবাসীর সঙ্গে কথা বলে এ ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করবে প্রকল্প কর্তৃপক্ষ। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে আজ বৃহস্পতিবার সকালে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদও এমন ইঙ্গিত দেন। রাজধানীর বিদ্যুৎ ভবনে বিদ্যুৎ খাতের মহাপরিকল্পনা নিয়ে আয়োজিত এক কর্মশালায় তিনি বলেন, ‘উদ্যোক্তা চাইলে বাঁশখালী থেকে বিদ্যুৎ প্রকল্প সরাতে সরকার সহায়তা করবে।’
জ্বালানি মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, গণ্ডামারার ওই এলাকায় বিদ্যুৎকেন্দ্র নির্মাণ হবে কি না, তা পুনর্বিবেচনা করবে প্রকল্প বাস্তবায়নকারী কর্তৃপক্ষ। আগামীকাল শুক্রবার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে গণ্ডামারা এলাকায় যাবেন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ। সেখানে তাঁরা গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলবেন। যদি গ্রামের বাসিন্দারা রাজি না থাকেন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের ব্যাপারে, তবে তা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিতে পারে যথাযথ কর্তৃপক্ষ।
গত ৪ এপ্রিল এ কয়লা বিদ্যুৎকেন্দ্র স্থাপন নিয়ে প্রতিবাদ করতে এসে নিহত হন গণ্ডামারার চার বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ, পুলিশের গুলিতে এ চারজন নিহত হয়েছেন।
পশ্চিম গণ্ডামারা গ্রামে ‘এসএস পাওয়ার-১ লিমিটেড অ্যান্ড এসএস পাওয়ার-২ লিমিটেড’ নামের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের কাজ চলছে। ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনশীল ওই প্রকল্প এস আলম গ্রুপ, সেপকো থ্রি এবং এইচটিজি চায়নার যৌথ মালিকানায় পরিচালিত হচ্ছে।
প্রকল্পের ব্যয় ধরা হয় ২৫০ কোটি ডলার। এরই মধ্যে প্রকল্পের জন্য ৬০০ একর জমি অধিগ্রহণ করা হয়েছে।