ফরিদপুরে দুই পরিচ্ছন্নতাকর্মীকে কুপিয়ে হত্যা
ফরিদপুরের পশ্চিম খাবাসপুরের মিয়াপাড়ার সড়ক থেকে দুজন পরিচ্ছন্নতাকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোররাত ৪টার দিকে এ ঘটনা ঘটে। তাঁদের মাথায় কুপিয়ে জখম করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, নিহত দুই পরিচ্ছন্নতাকর্মীর মধ্যে একজনের নাম মানিক জমাদ্দার (২২)। তাঁর বাবার নাম কিশোর জমাদ্দার। বাড়ি ফরিদপুরের আলীপুরে বান্দবপল্লীতে। আরেকজন মানিকের খালাতো ভাই ভারত জমাদ্দার। তাঁর বাবার নাম সন্তোষ জমাদ্দার। তাঁর বাড়ি নাটোরের চৌকিরপাড়।
ফরিদপুরের কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুল গাফ্ফার বলেন, ‘খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। কে বা কারা এ হত্যা করেছে, এখনো সে বিষয়ে কিছু বোঝা যাচ্ছে না।’